শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মঞ্জুরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য আরেক নারী ক্রিকেটারের *** ‘তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন’ *** পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে ট্যারিফ কমিশন *** শহীদ মিনারে অবস্থান নিয়েছেন হাজারো প্রাথমিক শিক্ষক *** পরমতসহিষ্ণুতা রাজনৈতিক সংস্কৃতিতে প্রায় অনুপস্থিত *** বাঁকা আঙ্গুল রাজনীতিতে বড় বিপদ: রাজ্জাকী *** বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত *** ‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’ *** ‘জুমার পর ছোট ভাইয়ের সঙ্গে মারামারি’—মাইকিংয়ের পর ভুল স্বীকার সেই কদ্দুস মিয়ার *** ‘ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান, আঙুল বাঁকিয়ে কেন’

পরমতসহিষ্ণুতা রাজনৈতিক সংস্কৃতিতে প্রায় অনুপস্থিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে পরমতসহিষ্ণুতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, পরমতসহিষ্ণুতা, সহমর্মিতা, অন্যের অভিমত ও অধিকারের প্রতি শ্রদ্ধাশীলতা এবং পারস্পরিক সম্মান প্রদর্শনসহ দ্বিমত থাকলে যুক্তির মাধ্যমে তা খণ্ডন করাই হলো বিতর্কের মূল্যবোধ। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে প্রায় অনুপস্থিত।

গতকাল শুক্রবার (৭ই নভেম্বর) সাভারে সিসিডিবি হোপ সেন্টারে টিআইবির আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সারাদেশের ৩২টি বিতর্ক দল ও প্রতিযোগিতার বিচারকরা এ সময় উপস্থিত ছিলেন।

ইফতেখারুজ্জামান বলেন, বিতর্ক সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, জাতি-ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই সমান– এই বোধে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। নিজের মতামত ও বক্তব্য উপস্থাপনের পাশাপাশি অন্যেরটা শোনার ধৈর্য ও মানসিকতা এবং যৌক্তিকভাবে নিজের মতামত তুলে ধরা বিতর্কের স্বীকৃত মূল্যবোধ। দুর্ভাগ্যবশত দেশে সমাজ, রাষ্ট্র ও রাজনৈতিক অঙ্গনে এই মৌলিক বোধের ঘাটতি প্রকট। সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে এই মূল্যবোধ ধারণ ও চর্চা অব্যাহত রাখতে হবে।

তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করার জন্য সারাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে টিআইবির এই আয়োজন বলে জানান নির্বাহী পরিচালক। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে তরুণরা আমাদের অনুপ্রেরণা।

এ বছরের আয়োজনে প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের বাধ্যতামূলক অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ হলো নারী-পুরুষের সমতাবোধের চর্চার ঘাটতি। এই প্রতিযোগিতায় নারীর সমঅধিকার মূল্যবোধের চর্চা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে এবং বিতার্কিকরা তা ধারণ করবেন, এই প্রত্যাশা করছি।

টিআইবির এই আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আজ শনিবার শেষ দিন। তৃতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্সআপ দলকে ৩০ হাজার ও সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। এবারের আয়োজনের সেরা আটটি দল আগামী বছরের আয়োজনে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে।

জে.এস/

ড. ইফতেখারুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250