শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পরিমাপে তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে দেড়লাখ জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিমাপে তেল কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুলিস্তান ফিলিং স্টেশন ও বড়তাকিয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন।

ইউএনও মাহফুজা জেরিন জানান, স্টেশনে ডিস্পেন্সিং ইউনিট যাচাইয়ের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় বড়তাকিয়া ফিলিং স্টেশনকে এক লাখ এবং গুলিস্তান ফিলিং স্টেশন ও সার্ভিসিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ১৫ বছরে ট্রাফিকের জরিমানা আদায় ৭৭৫ কোটি টাকা

এসময় বিএসটিআই কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/ 

জরিমানা ভ্রাম্যমাণ আদালত ফিলিং স্টেশন

খবরটি শেয়ার করুন