ছবি : সংগৃহীত
নিজেকে সাজিয়ে তুলতে পোশাকের সঙ্গে মেকআপ তো করতেই হবে। কিন্তু রোদ বা গরমে গলে পড়তে পারে মেকআপ। নষ্ট হয়ে যেতে পারে চোখের কাজলও। তখন আপনার পুরো সাজই বৃথা হবে। তাই এমন পরিস্থিতি এড়িয়ে যেতে লং লাস্টিং মেকআপের কৌশল জানতে হবে। এই নিয়ম মেনে মেকআপ করলে সকাল থেকে বিকেল পর্যন্ত তা অটুট থাকবে।
মেকআপ করার আগে ত্বককে সঠিকভাবে প্রস্তুত করে নিতে হবে। কারণ রুক্ষ-শুষ্ক ত্বকে মেকআপ ঠিকভাবে বসে না। তাই সবার আগে ত্বক প্রস্তুত করে নিন। প্রথমেই ত্বক এক্সফলিয়েট করে নিতে হবে হালকা কোনও স্ক্রাবার দিয়ে। তাতে দূর হবে মৃত কোষ। আর ত্বক হবে কোমল এবং ঝলমলে। এরপর সারা মুখে বরফ ঘষে নিন। এই কৌশল মানলে নষ্ট হবে না মেকআপ।
তারপর মুখে টোনার লাগিয়ে নিন। যদি আপনি বেশি গ্লো চান, তবে পছন্দের সিরাম লাগাতে পারেন। তবে ময়শ্চারাইজার লাগাতে কিন্তু কোনো ভাবেই ভুল করা যাবে না। তাহলে কিন্তু মেকআপের কারণে ত্বকের বারোটা বাজতে পারে। এই কয়েকটি ধাপ মানলেই মেকআপের জন্য আপনার ত্বক প্রস্তুত হয়ে যাবে।
মেকআপ দীর্ঘস্থায়ী করার রহস্য লুকিয়ে রয়েছে প্রাইমারের মধ্যে। ত্বকের ধরন বুঝে প্রাইমার বেছে নিতে হবে। মেকআপ শুরুর আগে তা মুখে লাগান। ভালো করে ব্লেন্ড করে নিন। দেখবেন মুখে ইভেন টোন দেবে এই প্রসাধনী। তাছাড়া এর ছোঁয়ায় মেকআপ টিকে যাবে অনেকক্ষণ। প্রাইমার লাগানো হয়ে গেলে শুরু করুন মেকআপ।
আরো পড়ুন : যে তিনভাবে চন্দন ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক!
নিয়ম মেনে ফাউন্ডেশন
মেকআপ লং লাস্টিং করার জন্য লাগাতে পারেন ফাউন্ডেশন। অনেকে ভারী মেকআপ পছন্দ করেন। তাই অতিরিক্ত ফাউন্ডেশন লাগান। তবে এই প্রসাধনীর পুরু আস্তরণে ত্বকের ক্ষতি হতে পারে। আর গরমেও গলে গলে পড়তে পারে ফাউন্ডেশন। তাই মেকআপ বেস যতটা পারা যায় হালকা রাখুন।
প্রথমে পুরো মুখে কয়েক ফোঁটা ফাউন্ডেশন লাগিয়ে নিন। তারপর ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে মেশান। তাতেই ফিরবে ত্বকের গ্লো। আপনি চাইলে ফাউন্ডেশনের পরিবর্তে সিসি বা বিবি ক্রিমও ব্যবহার করতে পারেন।
বুদ্ধি খাটান প্রসাধনী বাছতে
রোদ বা গরমে যেন কাজল, লিপস্টিক নষ্ট হয়ে যেতেই পারে। তাই প্রসাধনী বাছায়ে সতর্ক থাকতে হবে। এই সময় ব্যবহার করতে পারেন লং লাস্টিং, ওয়াটারপ্রুফ মাসকারা, আইলাইনার এবং কাজল। যতই ঘাম হোক নষ্ট হবে না কাজল। তবে চোখে কাজল পরার পর হালকা করে পাউডার পাফ করে নিতে হবে। এই ট্রিকেও কাজল হতে পারে দীর্ঘস্থায়ী।
লিপস্টিকের ক্ষেত্রেও মানতে হবে একই ট্রিক। তাছাড়া বাজার থেকে কিনতে পারেন লং লাস্টিং লিপস্টিক। তা দিয়েই রাঙিয়ে নিতে পারেন ঠোঁট। এছাড়াও ব্যবহার করতে পারেন ম্যাট লিপস্টিক। কারণ অন্য লিপস্টিকের তুলনায় এটা কিছুটা বেশি সময় থাকবে। তবে লিপস্টিক ব্যবহারের আগে লিপ লাইনার দিয়ে ঠোঁট একে নিন। তাতে সুন্দর শেপ পাবে আপনার ঠোঁট।
লাগিয়ে নিন সেটিং স্প্রে
লিপস্টিক, আইলাইনার, ব্লাশ- সব শেষ। কিন্তু একটু ঘামলেই সব নষ্ট হয়ে যেতেই পারে। তাই মেকআপ শেষে মুখে সেটিং স্প্রে লাগিয়ে নিতে হবে। তাতে মেকআপ অনেকক্ষণ শো অফ করার সুযোগ পাবেন। এই নিয়মে ঝটপট করে নিন মেকআপ। আর সেই সঙ্গে নজর কাড়ুন সবার।
এস/ আই.কে.জে/