শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবারের নববর্ষের শোভাযাত্রায় তরমুজের মোটিফ থাকছে যে কারণে *** ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে পরিবর্তন *** আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছেন এক এগারোর সরকারের দাপুটে উপদেষ্টা *** ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে অর্থনীতিতে প্রভাব পড়বে কী না, যা বলছেন অর্থনীতিবিদ *** মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল *** বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো *** 'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন' *** বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে যা বলছেন ভারতীয় সাংবাদিক *** আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস *** অলিম্পিকে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

একেই বলে লটারি ভাগ্য, একবার নয় জিতেছেন দুইবার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

তিন বছরের মধ্যে দুইবার লটারি জিতেছেন আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গাইলা গুইশার্ড। ২০২১ সালে এই নারী প্রথমবার জিতেছিলেন ১ লাখ মার্কিন ডলার। আর এবার জিতেছেন ১০ লাখ মার্কিন ডলার।

ওয়াশিংটনভিত্তিক একটি বার্তা সংস্থা জানিয়েছে, গাইলা গুইশার্ড ভার্জিনিয়ার স্মিথফিল্ডে বাস করেন। সেখানকার আইল অব উইট কাউন্টির ক্যারলটন বুলভার্ডের রেসওয়ে স্টেশনের একটি দোকান থেকে তিনি ভার্জিনিয়া মিলিয়নসের টিকিট কিনেছিলেন।

লটারি জেতার পর গাইলা বলেন, ‘আমি লটারির টিকিট ঘষার পর চিৎকার করে উঠেছিলাম। কারণ নম্বর মিলে গিয়েছিল। আমার সঙ্গে যারা ছিল, তারাও চিৎকার করে উঠেছিল।’

আরো পড়ুন : এই সৈকতের পাথর তুললেই দিতে হবে লাখ লাখ টাকা জরিমানা!

এটি সত্যিই বিস্ময়কর। মানুষ যেখানে অনেকবার চেষ্টা করেও একবার লটারি জিততে পারে না, সেখানে গাইলা মাত্র তিন বছরের মধ্যে দুইবার লটারি জিতেছেন। তাও আবার দুইবারই মোটা অঙ্কের পুরস্কার জিতেছেন। গাইলা হেসে বলেন, ‘একেই বলে লটারি ভাগ্য!’

টিকিট ঘষে নম্বর মিলে যাওয়ার পর গাইলা ও তার সঙ্গীরা এত জোরে চিৎকার দিয়েছিলেন যে, আশপাশের লোকজনেরা সবাই ছুটে এসেছিল ঘটনা জানার জন্য। উৎসুক হয়ে সবাই জানতে চাচ্ছিল, কী হয়েছে, কী হয়েছে?

গাইলা বলেন, ‘আমার তখন সম্বিৎ ফিরে আসে। আমি নিজেকে সামলে বলি, না, তেমন কিছু হয়নি। তারপর সবাই চুপ হয়ে যাই।’

লটারিতে জেতা এই অর্থ দিয়ে গাইলা কী করবেন, তা এখনো সিদ্ধান্ত নেননি।

গাইলা বলেন, ‘এ ব্যাপারে পরে পরিকল্পনা করব।’

সূত্র : ইউপিআই

এস/  আই.কে.জে

লটারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন