মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

এই সৈকতের পাথর তুললেই দিতে হবে লাখ লাখ টাকা জরিমানা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

প্রতীকী ছবি

পর্যটকরা সৈকত থেকে পাথর ও বালি তুললে গুণতে হবে লাখ লাখ টাকা জরিমানা। এমন নিয়মই করলো স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ল্যানজারোট এবং ফুয়ের্তেভেনচুরা দ্বীপ কর্তৃপক্ষ। একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দ্বীপগুলোতে যাওয়া পর্যটকদের বালি ও পাথর সংগ্রহের বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। এই সতর্ক উপেক্ষা করে পাথর ও বালি সংগ্রহ করলে ১২৮ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৭৫৭ টাকা) থেকে ২ হাজার ৫৬৩ পাউন্ড (৩ লাখ ৫৫ হাজার ৫৭৫ টাকা) পর্যন্ত জরিমানা গুণতে হবে। 

আরো পড়ুন : মহাকাশে হচ্ছে রেস্টুরেন্ট, খেতে খরচ ৫ কোটি টাকা 

কর্তৃপক্ষ বলছে, পর্যটকরা ভ্রমণের স্মৃতি ধরে রাখতে পাথর ও বালি নিয়ে যায়, যা দ্বীপগুলোর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ল্যানজারোট দ্বীপ থেকে প্রতিবছর এক টনের বেশি আগ্নেয়গিরির উপাদান হারিয়ে যাচ্ছে। এছাড়া ফুয়ের্তেভেনচুরা দ্বীপ থেকে প্রতিমাসে এক টন বালি নিয়ে যাচ্ছেন পর্যটকরা। এতে দ্বীপগুলো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়, যেসব পর্যটক পপকর্ন আকারের পাথর নেবেন তাঁদের ১২৮ পাউন্ড থেকে ৫১২ পাউন্ড পর্যন্ত জরিমানা গুণতে হবে। আরও বড় পাথর নিলে জরিমানার পরিমাণও বাড়বে। 

ক্যানারি দ্বীপপুঞ্জে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এরমধ্যেই সেখানে এ জরিমানার নিয়ম করা হলো। সম্প্রতি ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপে খরার কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ অবস্থাতেও সেখানকার একটি হোটেলে আসা অতিথিরা স্থানীয়দের চেয়ে চার গুণ বেশি পানি ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।   

ক্যানারি দ্বীপপুঞ্জ সাতটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। এগুলো হলো-টেনেরিফ, গ্রান ক্যানারিয়া, ল্যানজারোট, ফুয়ের্তেভেনতুরা, লা পালমা, লা গোমেরা এবং এল হিয়েরো। প্রতিটি দ্বীপের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে।

সূত্র : নিউইয়র্ক

এস/ আই. কে. জে/

সৈকত জরিমানা পাথর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন