শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

ইউআইটিএসে টেকসই সিমেন্ট উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সুখবর

মোঃ হানিফ বিন রফিক

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ২৭শে ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে “টেকসই সিমেন্ট উৎপাদনের জন্য উন্নত প্রযুক্তি এবং সবুজ উপকরণ” শীর্ষক সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ সিমেন্টের ডেপুটি জি.এম (কোয়ালিটি অ্যাসুরেন্স) ড. মোহাম্মদ রেজাউল করিম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সিমেন্ট তৈরিতে যে সকল ক্যামিকাল ব্যবহার করা হয় তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিমেন্ট দিয়ে যেহেতু আমরা আমাদের বাসস্থান ও শিল্প কারখানা তৈরি করছি তাই কিভাবে কম ক্ষতিকর ক্যামিকাল ব্যবহার করে পরিবেশবান্ধব সিমেন্ট উৎপাদন করা যায় তার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরও এ বিষয়ে ধারণা রাখতে হবে যে, সিমেন্ট ব্যবহারের ফলে পরিবেশের ক্ষতি কিভাবে কমানো যায়।   

আরো পড়ুন : ১৪ই মার্চের মধ্যে প্রাথমিকে উত্তীর্ণদের ডোপ টেস্ট

মূল বক্তার বক্তব্যে ইস্টার্ণ সিমেন্টের ডেপুটি জি.এম (কোয়ালিটি অ্যাসুরেন্স) ড. মোহাম্মদ রেজাউল করিম সিমেন্টের উৎপাদন প্রক্রিয়া, বন্টন ব্যবস্থা, গবেষণার ক্ষেত্র ও আমাদের দেশের প্রেক্ষিতে কী কী সুযোগ রয়েছে, কিভাবে কম ক্ষতিকর ক্যামিকাল ব্যবহার করে পরিবেশবান্ধব সিমেন্ট উৎপাদন করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) আয়শা আকতার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, জনসংযোগ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।  সেমিনারটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আব্দুল ওহাব সবুজ।

এস/ আই.কে.জে/ 

ইউআইটিএসে সিভিল ইঞ্জিনিয়ারিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250