ছবি: সংগৃহীত
গত বছর সৃজিত মুখার্জির ‘পদাতিক’ দিয়ে টালিউডে অভিষেক হয় চঞ্চল চৌধুরীর। এক বছর পর আবার পশ্চিমবঙ্গের সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। ‘ত্রিধরা’ নামের সিনেমায় চঞ্চলের সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। চঞ্চল ও ঋতুপর্ণার সঙ্গে আরও থাকবেন কৌশিক গাঙ্গুলী। সিনেমাটি বানাবেন অমিতাভ ভট্টাচার্য।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিন ব্যক্তির তিনটি ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হবে এ সিনেমায়। ২৫ বছর আগেকার প্রেম এসে যখন চোখের সামনে উপস্থিত হয়, তখন ঠিক কীভাবে তিনটি মানুষের জীবন এলোমেলো হয়ে যায়, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে চরিত্ররা, সেটাই দেখা যাবে এ সিনেমায়।
ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, এখনো সব কিছু চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলাপ হয়েছে অভিনয়শিল্পীদের সঙ্গে। একই সুর চঞ্চলের মুখেও। কলকাতার নতুন সিনেমা নিয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হলে চঞ্চল বলেন, ‘আমাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। সিনেমার গল্প নিয়ে আলাপ হয়েছে। গল্পটি আমার পছন্দ হয়েছে। তাই সিনেমাটি করব বলে জানিয়েছি। তবে এখনো পুরো পরিকল্পনা সাজানো হয়নি। চূড়ান্ত পরিকল্পনা ও আলোচনা শেষে ব্যাটে-বলে মিলে গেলে সিনেমাটি করা হবে।’
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে প্রভাব পড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতেও। বন্ধ হয়ে গিয়েছিল দুই দেশের শিল্পীদের পারস্পরিক অংশগ্রহণ। সম্প্রতি সেটা আবার শুরু হয়েছে। চলতি মাসেই জয়া আহসান শুরু করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এবার এলো চঞ্চলের নতুন টালিউড সিনেমার খবর।
খবরটি শেয়ার করুন