শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন *** অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪২৪ *** তুমি আমাদের মুক্তি দেবে কবে, পরীমনিকে বলবেন আসিফ

৫০০ টাকা মুক্তিপণ নিয়ে টাঙ্গাইলে গ্রেফতার চার যুবলীগ-ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাঁচশ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চারজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। রোববার (২৮শে এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- ঘারিন্দা ইউনিয়ন যুবলীগ নেতা ও হাতিলা গ্রামের ধীনেশ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৩৫), ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাতিলা গ্রামের জহুর উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), ধীরেন চন্দ্র মন্ডলের ছেলে প্রতিক কুমার সরকার (২৩), অজিবর রহমানের ছেলে রিমন মিয়া (২১)।

মামলার অন্যান্য আসামি হলেন- আইনুদ্দিনের ছেলে সবুজ (২১), চাঁদ মাহমুদের ছেলে রনি (২৩), জুলহাস মিয়ার ছেলে রাব্বি (২১) ও আজগর আলীর ছেলে সুজন (২১)।

আরো পড়ুন: ৪ মাসে হাতে পবিত্র কোরআন লিখলেন সেলিম

এর আগে দুপুরে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অপহৃতের কাছে থাকা নগদ ৫০০ টাকা নিয়ে নেয় অপহরণকারীরা। অপহৃত মো. রুবেল রানা ৫০০ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা নামক এলাকায়।  

ওসি গণমাধ্যমকে জানান, কালিহাতী উপজেলার বিনোদ লুহুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রুবেল রানা শনিবার (২৭শে এপ্রিল) হাতিলা গ্রামের শ্বশুর কান্দু মিয়ার বাড়িতে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তাকে অপহরণ করা হয়। মুক্তিপণের জন্য রাত প্রায় দেড়টা পর্যন্ত অপহৃতের ওপর অমানবিক নির্যাতন চালায় তারা।

এসময় অপহৃত রুবেলের কাছে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। ঘটনাটি রাতেই অপহৃতের ভাই বাবু পুলিশকে জানায়। পুলিশ রাতে অভিযান চালিয়ে অপহৃত রুবেলকে উদ্ধার করাসহ অভিযুক্তদের আটক করে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অপহৃত রুবেল নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

এইচআ/ আই.কে.জে/  

গ্রেফতার আ.লীগ নেতা মুক্তিপণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250