বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গোপনে অনেকবার বিদেশ ভ্রমণ করেছেন বেনজীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একের পর এক বেরিয়ে আসছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে হাজার কোটি টাকার সম্পদ গড়ার তথ্য প্রকাশের পর তিনি ও তার পরিবার চলে গেছেন আত্মগোপনে।

দুর্নীতি অনুসন্ধানের পর এবার তিনি গোপনে কতবার বিদেশে যাওয়া-আসা করেছেন তার তথ্য বের করা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির কর্মকর্তারা পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। তাদের ধারণা, মিথ্যা তথ্যে নেওয়া সাধারণ পাসপোর্টে তিনি অসংখ্যবার গোপনে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যে কোনো সরকারি কর্মকর্তার জন্য গুরুতর অপরাধ।

দুদক সূত্র বলছে, পুলিশ পরিচয় আড়াল করে এবং মিথ্যা তথ্য দিয়ে বেনজীর আহমেদ তার পাসপোর্ট একাধিকবার হালনাগাদ করেছেন। সংশ্লিষ্টরা জানান, সরকারি চাকরিজীবী হওয়ার পরও সাবেক আইজিপি সরকারি চাকরিজীবী পরিচয়ধারী নীল রঙের অফিশিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি। পাসপোর্টে অসত্য তথ্য উপস্থাপন করে অপরাধ করেছেন। পাসপোর্ট হালনাগাদের সময় এই অনিয়ম ধরা পড়লে একবার তা আটকে দেয় পাসপোর্ট অধিদফতর। চিঠি দেওয়া হয় র‌্যাব সদর দফতরে। কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে বেনজীর সব ম্যানেজ করে নেন। আর সাধারণত সরকারি কর্মকর্তারা পূর্বানুমোদন ছাড়া বিদেশে যেতে পারেন না। এটি এড়ানোর জন্য সরকারি চাকরির তথ্য গোপন করে পাসপোর্ট নিয়েছেন বেনজীর আহমেদ।

এ ছাড়া বেসরকারি চাকরিজীবী হিসেবে তিনি যতটা সহজে বিদেশে ভ্রমণ, বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ করতে পারবেন, সরকারি চাকরিজীবী পরিচয়ে অফিশিয়াল পাসপোর্ট করলে সে সুযোগ কম। এসব চিন্তাভাবনা করেই হয়তো তিনি পুলিশ পরিচয়ে পাসপোর্ট করেননি।

আরো পড়ুন : সমাজ পরিবর্তনে সার্বজনীন শিক্ষাব্যবস্থার বিকল্প নেই : রাষ্ট্রপতি

সূত্র জানায়, দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট কর্মকর্তারা বলেছেন- নিয়মানুযায়ী যে কোনো সরকারি চাকরিজীবী চাইলে অফিশিয়াল পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্ট নিতে পারেন। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন নিতে হয়। পাসপোর্টে পেশা হিসেবে সরকারি চাকরিজীবী কথাটি উল্লেখ করতে হয়। সরকারি চাকরি করে কোনোভাবেই বেসরকারি চাকরি বা অন্য কোনো পেশা উল্লেখ করার সুযোগ নেই।

এস/ আই.কে.জে/


বিদেশ ভ্রমণ বেনজীর

খবরটি শেয়ার করুন