শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

দুই বছর পর অভিনয়ে অ্যাম্বার হার্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর পর আবার অভিনয়ে ফিরছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে সেটা রুপালি পর্দায় নয়। ব্যক্তিগত ও আইনি জটিলতা পেরিয়ে এবার মঞ্চে আত্মপ্রকাশের মধ্য দিয়ে ফের অভিনয়ে ফিরছেন প্রাক্তন জনি ডেপপত্নী। নাট্যকার জেরেমি ও হ্যারিসের নতুন প্রযোজনায় ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রীকে আবারও অভিনয়ে দেখা যাবে। খবর ভ্যারাইটির।

৩৯ বছর বয়সী হার্ডের প্রথম বড় পর্দায় অভিষেক ২০০৪ সালে। সে বছর ‘ফ্রাইডে নাইট লাইটস’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখার পর থেকেই তিনি সিনেমা ও টেলিভিশনে নিয়মিত অভিনয় করে আসছিলেন। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ২০২৩ সালের পর অভিনয় থেকে দূরে সরে যান। সাবেক স্বামী জনি ডেপের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে তার অভিনয় জীবনে বড় ধরনের বাধা আসে। 

সেই সময়ের পর থেকে এ হলিউড তারকাকে মাত্র দুটি ছবিতে দেখা গেছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন দ্য ফায়ার’ এবং সুপারহিরো সিকুয়েল ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী। তারপর থেকেই পর্দার আড়ালে চলে যান তিনি। 

এবার জানা গেছে, নাট্যকার জেরেমি ও হ্যারিসের নতুন প্রযোজনা ‘স্পিরিট অব দ্য পিপল’-এর মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করছেন হার্ড। এটি ভ্যারাইটির তত্ত্বাবধানে ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে মঞ্চস্থ হবে। তবে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয় বলে জানা গেছে। 

জনি ডেপের সঙ্গে আইনি ঝামেলা শেষ করে হার্ড বর্তমানে স্পেনের মাদ্রিদে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে মা হওয়ার পর সর্বশেষ মা দিবসে সবাইকে অবাক করে দিয়ে এক ঘোষণায় জানান, তিনি যমজ সন্তানের (মেয়ে অ্যাগনেস ও ছেলে ওশান) মা হয়েছেন। উল্লেখ্য, অভিনয় জীবনে হার্ডের এ প্রত্যাবর্তন তার জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।


হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250