ছবি: সংগৃহীত
রাঙ্গামাটিতে সহিংসতা ও সংঘর্ষের ঘটনার কারণ জানতে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
সোমবার (৩০শে সেপ্টেম্বর) সকালে শহরের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী শহরের বনরূপা বাজার, কাটাপাহাড় লেইনসহ ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকান বাসাবাড়ি পরিদর্শন করেন। পাশপাশি ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনেন।
কমিটির সদস্য রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ রাজু, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন সেখানে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ নূরল্লাহ নূরী সাংবাদিকদের বলেন, “তিনটি বিষয়কে মাথায় রেখে আমরা তদন্ত করছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নামের তালিকা করা, তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকারে জানানো। সামনের সময়ে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা।
“একই সঙ্গে সংঘটিত সহিংস ঘটনার প্রকৃত কারন অনুসন্ধান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি না হয় এগুলো সার সংক্ষেপ তৈরি করে আগামী ১৪ দিনের মধ্যে সরকারকে পৌঁছে দেওয়া।”
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার কারণ উদঘাটনে গত বৃহস্পতিবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে সরেজমিন পরিদর্শন ও তদন্ত করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রাঙামাটিতে তদন্ত শুরুর আগে কমিটি খাগড়াছড়ি ঘুরে এসেছেন।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন