ছবি: সংগৃহীত
ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন পাচ্ছেন ভারত সরকারের বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী। শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে। পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। অশ্বিনের আগে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার এই সম্মাননা পেয়েছেন।
৩৮ বছর বয়সী অশ্বিন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে তিন সংস্করণে মোট ২৮৭ ম্যাচ খেলেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। অশ্বিন ভারতের হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। খেলোয়াড়ি জীবনে এই স্পিন অলরাউন্ডার বিশ্বের অন্যতম সেরা ম্যাচ উইনার ছিলেন।
২৫শে জানুয়ারি পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার। ক্রীড়াবিদদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার অশ্বিন, ভারতের সাবেক ফুটবলার আই এম বিজয়ান ও প্রথম প্যারালিম্পিকে সোনাজয়ী আর্চার হারভিন্দর সিং। এ ছাড়া ভারত হকি দলের সাবেক অধিনায়ক পি আর শ্রীজিশকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হচ্ছে, যা তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। মোট পাঁচজন ক্রীড়াবিদকে এবার বিভিন্ন বেসামরিক পদকে ভূষিত করছে ভারত সরকার।
ক্রিকেটাঙ্গন থেকে সর্বশেষ পদ্মশ্রী পেয়েছিলেন গুরুচরণ সিং, ২০২৩ সালে। ২০২০ সালে স্বীকৃতিটি পেয়েছেন সাবেক বাঁহাতি পেসার জহির খান। আর ভারত জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি ২০১৭ সালে পদ্মশ্রী পান।
এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
শান্তনু/ আই.কে.জে/