ছবি: সংগৃহীত
ভারত ও আমেরিকার মধ্যকার প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় নতুন করে গতি এসেছে। ভারতের একটি প্রতিনিধিদল আমেরিকা সফরে যাচ্ছে। আগামী বুধবার (২৩শে এপ্রিল) আমেরিকার ওয়াশিংটনে দুই দেশের শীর্ষ কর্মকর্তা পর্যায়ে প্রথম সরাসরি তিন দিনের আলোচনা শুরু হওয়ার কথা জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ডোনাল্ড ট্রাম্প যে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন, এ সময়ের মধ্যেই ভারত প্রাথমিক পর্যায়ের চুক্তি সম্পন্ন করার সম্ভাবনা খতিয়ে দেখছে। প্রাথমিক চুক্তির লক্ষ্যে উভয় পক্ষ সীমিতসংখ্যক পণ্যের বাজারসুবিধা বাড়ানো এবং অশুল্ক বাধা কমানোর মতো বিষয় নিয়ে আলোচনা করতে পারে।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক্সপ্লেইনারে বলা হয়েছে, আমেরিকা ও ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে চায়, যা একধরনের মুক্ত বাণিজ্য চুক্তি। এ ছাড়া উভয় দেশ এ প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দুটি ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের শরৎকালের (সেপ্টেম্বর-অক্টোবর) মধ্যে প্রাথমিক চুক্তি করার সময়সীমা নির্ধারণ করেছে তারা।
এ ছাড়া আগামী ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করতে চায় ভারত ও আমেরিকা। আর বর্তমানে দেশটির মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য মাত্র ১৯ হাজার ১০০ কোটি ডলারের।
এবার মোট ১৯টি অধ্যায় নিয়ে ভারত-আমেরিকা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করা হবে। পণ্য, সেবা, শুল্ক সহজীকরণ, বিনিয়োগসহ আরও নানা বিষয় থাকবে এতে। আর এ চুক্তির সম্পন্ন হলে শুল্ক উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আমেরিকা চাইছে ভারতের বাজারে তাদের উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি, বিভিন্ন শিল্প পণ্য, মদ, দুগ্ধজাত পণ্য, পেট্রোকেমিক্যাল, আপেলসহ বিভিন্ন পণ্যের শুল্ক হ্রাস করা হোক। এর বদলে ভারত চায় টেক্সটাইল, পোশাক, গয়না, রত্ন, চামড়াজাত পণ্য, রাসায়নিক, চিংড়ি, তেলবীজ ও হর্টিকালচার ইত্যাদি পণ্যের প্রবেশাধিকার।
আরএইচ/
খবরটি শেয়ার করুন