বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

হাজারী লেনের ঘটনায় আটক ৮০, পরিস্থিতি নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসকন বিরোধী একটি পোস্টকে কেন্দ্র করে বিক্ষোভ এবং পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় ৮০ জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, হাজারী গলিতে দুর্বৃত্তের ছোঁড়া ইটপাটকেল ও এসিড নিক্ষেপে ৫ সেনা সদস্য এবং ৭ পুলিশ সদস্য আহত হয়েছে।

মঙ্গলবার (৫ই নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর হাজারিগলির মিয়া শপিং সেন্টার মার্কেট ঘিরে ওই ঘটনার পর সেখানে অভিযানের নামে যৌথ বাহিনী। মধ্যরাত পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানের পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাজারিগলি মিয়া শপিং সেন্টার নামের একটি মার্কেটের এক দোকানের মালিক ওসমান মোল্লা ফেসবুকে হিন্দুদের ধর্মীয় একটি সংগঠন ইসকনকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেটা নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধরা দল বেঁধে গিয়ে মার্কেটের সামনে জড়ো হন। তারা দোকানটি ঘিরে রাখেন। দোকান মালিক ওসমান মোল্লাকে জিম্মি করে রাখেন।

খবর পেয়ে পুলিশ হাজারিগলিতে ওসমানকে উদ্ধারে অভিযানে গেলে সনাতনী সম্প্রদায়ের লোকজন পুলিশকে লক্ষ্য করে এসিড, ইটপাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করেন।

এ প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, ‘হাজারিগলি এলাকার ওসমান নামের এক দোকানদার কয়েক দিন আগে তার ফেসবুকে হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকনের নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক মঙ্গলবার সন্ধ্যার দিকে বিক্ষোভ করে তার দোকানে গিয়ে হামলা চালান। পরে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এমনকি সেখানে পুলিশকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়েছে।’

আরও পড়ুন: প্রেমের টানে সিরাজগঞ্জে তুরস্কের যুবক

তিনি বলেন, ‘হামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) মাহফুজুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন সামান্য অ্যাসিড দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

পরে যৌথ বাহিনীর অভিযানে ৮০ জনকে আটক করা হয়েছে। আটকদের বিষয়ে যাচাই-বাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা নির্দোষ তাদের ছেড়ে দিয়ে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে হাজারিগলির পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন।

এসি/কেবি

যৌথ বাহিনীর অভিযান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন