সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ

যে দোয়া আপনার কঠিন কাজকে সহজ হতে সাহায্য করবে

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। মানুষ চেষ্টা করলে যেকোনো কাজ সম্ভব। বর্তমান সময়ে এর উদাহরণ অহরহ। অসাধ্য সাধ্য করার যাত্রা অনেক সময় কষ্টকর মনে হয়। শুরু করেও পিছিয়ে আসতে চান। হতাশ হওয়ার কিছু নেই। সাহস ও ভরসা রেখে কাজ করা উচিত। কাজ সহজ করতে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। কোনো কাজ কঠিন মনে হলে আল্লাহ তায়ালার সাহায্য পেতে হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়া যেতে পারে।

দোয়াটি হলো—

اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا

উচ্চারণ : আল্লা-হুম্মা, লা- সাহলা ইল্লা- মা- জা‘আলতাহূ সাহলান। ওয়া আনতা ইন-শিয়্‌তা জা'আল-তাল হাযনা সাহলান।

আরো পড়ুন : কেয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া পাবেন যারা

অর্থ : হে আল্লাহ আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। (সহিহ ইবনু হিব্বান, ৩/২৫৫)।

যেকোনো কাজে চেষ্টা-প্রচেষ্টা উপলক্ষমাত্র। কাজ সম্পাদনের এবং তা কঠিন বা সহজ করে দেওয়া আল্লাহর কুদরতের অধীন। আল্লাহ তাআলা চাইলে কারো কঠিন কাজ সহজ করে দেন এবং তিনি ইচ্ছা করলে সহজ কাজও কঠিন হয়ে যায়। 

তাই মুসা (আ.) আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন, ‘আর (হে আল্লাহ) আমার কাজ সহজ করে দাও।’ (সুরা ত্বহা: ২৬)।

এ কারণে ছোট-বড় যে কোনো কাজ করার আগে আল্লাহ তায়ালার কাছে তাওফিক চেয়ে দোয়া করা। অসংখ্য হাদিসে নেক কাজের তাওফিক লাভের জন্য দোয়া করার কথা বর্ণিত হয়েছে। 

এস/ আই.কে.জে/

দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন