রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নামাজরত মুসল্লির মাথায় ছাতা ধরে প্রশংসায় ভাসছেন দীপ্ত রায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। যে যার ধর্ম ঠিকমতো পালন করবে। বৃষ্টিতে নামাজরত মুসল্লির মাথায় ছাতা ধরে পুলিশ সদস্য দীপ্ত রায় এমনই এক ধর্মীয় সম্প্রীতির নজির গড়লেন।

মসজিদে জায়গা না পেয়ে অন্যান্য মুসল্লিদের সঙ্গে রাস্তায় জুমার নামাজ আদায় করতে বসেছিলেন শরীরিকভাবে অক্ষম এক ব্যক্তি। এর মাঝেই ঝাঁপিয়ে বৃষ্টি এলে ওই মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। এমন একটি ছবি ঘিরে ফেসবুকে প্রশংসার বন্যা বইছে।

ছবিতে ওই পুলিশ সদস্যের মুখ দেখা না গেলেও তার নাম দীপ্ত রায় বলে দাবি করছেন বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক রাজেশ রঞ্জন সরকার। গত শুক্রবার রাতে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

পোস্টে রাজেশ রঞ্জন সরকার লিখেছেন, ছবিতে যে পুলিশকে দেখছেন আমার মামাতো ভাই দীপ্ত রায়। আমরাই বাংলাদেশ। একজন হিন্দু পুলিশ একজন শারীরিক অক্ষম মুসলমান ভাইকে তার নামাজ আদায়ের সময় বৃষ্টির জল থেকে বাঁচাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে‌ন। এই দেশ সব ধর্মের মানুষের। এই দেশ ইতিবাচক মানুষের। নেতিবাচক মানুষের নষ্ট চিন্তাভাবনা থেকে দেশ মুক্ত থাকুক। আমি গর্বিত এমন ভাই আমার আছে।

এরপরই সম্প্রীতির প্রতীক হিসেবে ছবিটি ভাইরাল হয়ে যায়। রাজেশ রঞ্জনের পোস্টটি ফেসবুকে সাত হাজারবার শেয়ার হয়েছে। ওই পোস্টে ফেসবুক ব্যবহারকারীরা প্রশংসাসূচক নানা মন্তব্য করছেন।

আরও পড়ুন: তেলবাহী ট্যাংকারে আগুন, ৪৮ ক্রু উদ্ধার

ছবির কমেন্টের ঘরে একজন লিখেছেন, আমরা এমন বাংলাদেশ চাই। যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। যে যার ধর্ম ঠিকমতো পালন করবে। আরেকজন লিখেছেন, সব পুলিশ খারাপ না। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এমন মানবিক বাংলাদেশ চেয়েছিলাম।

পুলিশ সদস্য দীপ্ত রায়ও ওই পোস্টে মন্তব্য করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দীপ্ত রায় রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ফোর্সে দায়িত্বরত আছেন বলে জানা গেছে।

এসি/ আই.কে.জে/

নামাজরত মুসল্লি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন