শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

অবৈধ ভবনে বসবাসরত প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২১শে জুন ২০২৪

#

ছবি (সংগৃহীত)

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আরও সোচ্চার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে থাকা প্রবাসীদের মধ্যে অবৈধ ভবনে বসবাসরতদের কঠোর বার্তা দিয়েছে তারা। অনুমোদনহীন ভবনে বসবাসরতদের ফেরত পাঠাতে যাচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (২০শে জুন) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে অবৈধ আবাসনে বসবাসরত প্রবাসীদের দেশে ফেরত পাঠাতে যাচ্ছে দেশটি। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

কুয়েত সরকার জানিয়েছে, আইনী মানদণ্ড পূরণ করে না এমন আবাসনে বসবাসরতদের ফেরত পাঠানো হবে। আবাসন প্রবিধান মেনে চলতে এবং সকল বাসিন্দার জন্য নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, এসব ভবনে বসবাসরতদের জন্য নতুন কোনো আশ্রয়কেন্দ্র খোলা হবে না। কেননা বিদ্যমান আবাসনব্যবস্থার মাধ্যমে চাহিদা পূরণ করা সম্ভব।

গত ১২ই জুন কুয়েদের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। 

সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ভবনে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। বহুতল ওই ভবনের নিচতলার গার্ড রুমে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এত ব্যাপক প্রাণহানি ঘটে।

সাম্প্রতিক এ অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রবাসীদের নিরাপত্তাসহ সকলের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে সবশেষ এই ঘোষণা দেওয়া হলো।

জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ১৯৬ জন প্রবাসী শ্রমিক ছিলেন। তাদের বেশিরভাগই ভারতীয়। এই ঘটনায় এক কুয়েতি নাগরিকসহ তিন ভারতীয় ও চার মিসরীয় নাগরিককে আটক করা হয়েছে।

এদিকে কুয়েতের সরকার জানিয়েছে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া শ্রমিকদের সকলের পরিবারকে ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। দেশটির আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশে সরকার এ ঘোষণা দিয়েছে। নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে অর্থ পৌঁছে দেবে তারা।

সূত্র-গালফ নিউজ

এইচআ 

কুয়েত অবৈধ ভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250