রবিবার, ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেটের অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে সকাল সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরই অংশ হিসেবে বুধবার (১০ই জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে ফার্মগেট অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল ৪টা ৫০ মিনিটে ব্লকেড কর্মসূচি শেষে খুলে দেওয়া হয় ফার্মগেটের সড়ক।

সরেজমিনে দেখা যায়, ব্লকেড কর্মসূচি শেষ হতেই ফার্মগেট, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাস্তা খুলে দেওয়া হয়। ফলে আটকে থাকা অসংখ্য যানবাহন ফের চলাচল শুরু করে। 

আরো পড়ুন: এবার পাল্টা আন্দোলনের ঘোষণা মুক্তিযোদ্ধার সন্তানদের

সড়কে কর্মরত এক ট্রাফিক পুলিশ গণমাধ্যমকে কর্মকর্তা জানান, ৫টার কিছু সময় আগে শিক্ষার্থীরা তাদের ব্লকেড কর্মসূচি শেষ করেছেন। যানবাহন চলাচল শুরু হয়েছে। আমরা ট্রাফিক স্বাভাবিক করার কাজ করছি।

প্রসঙ্গত, বুধবার (১০ই জুলাই) সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচির জন্য জড়ো হন শিক্ষার্থীরা। তারা সব গ্রেডের সরকারি চাকরিতে কোটা বৈষম্য দূর করে অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম ৫ শতাংশ কোটা বহাল রেখে কোটা সংস্কারের এক দফা দাবির আন্দোলন করেন।

এইচআ/



কোটা আন্দোলন বাংলা ব্লকেড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন