শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

আজ সারাদেশে স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে হাইকোর্টের আদেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার (২রা মে) সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

যদিও শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে আলাদা কোনো বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন জারি করেনি। তবে বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আদেশ প্রতিপালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনা মেনে বৃহস্পতিবার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, আদালত যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলেছেন, আপাতত আদালতের এ আদেশই মানা হবে। হাইকোর্টের আদেশের কপি না পাওয়া এবং সেই আদেশের বিরুদ্ধে আপিল করার মতো সময় না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ইস্যুতে ‘নো কমেন্ট’ অবস্থানে থাকবে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশির পরিচালক (মাধ্যমিক) সৈয়দ জাফর আলী বলেন, হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে বলেছেন। সরকার যদি আপিল করেও সেই আপিলের শুনানি হয়ে রায় হতে হতে স্কুলের কর্মঘণ্টা শেষ হয়ে যাবে। তাই বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে।

আরো পড়ুন: অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়ানোর উদ্যোগ

এদিকে, রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে নোটিশ দেওয়া হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা মেনে আমরা স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। নোটিশ দিয়ে তা শিক্ষার্থী-অভিভাবকদের জানিয়ে দেওয়া হয়েছে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রুকনুজ্জামান শেখ বলেন, বৃহস্পতিবার স্কুল খোলা রাখা না রাখার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাইনি আমরা। তাই হাইকোর্টের নির্দেশনা মেনে বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এসি/ আই.কে.জে/


সারাদেশ স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ

খবরটি শেয়ার করুন