শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

আমাকে রাজনীতি থেকে দূরেই রাখুন : বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমাদের জাতির আগে কোনো ধর্মীয় পরিচয় ছিল না। কিন্তু এখন কেন জানি হচ্ছে। ধর্মীয় দিক দিয়ে ভারতীয়রা এখন অনেকটাই মেরুকরণের দিকে ঝুঁকছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। 

‘আনফিল্টারড বাই সামদিশে’ সাক্ষাৎকারের সময় বিদ্যা বালানকে জিজ্ঞেস করা হয়েছিল, ভারতে ধর্মের দিক থেকে আরো মেরুকরণ হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের অবশ্যই মেরুকরণ হয়েছে। জাতি হিসেবে আমাদের আগে ধর্মীয় পরিচয় ছিল না, কিন্তু এখন কেন হচ্ছে আমি জানি না। বিষয়টা শুধু রাজনীতিতেই নয়, সামাজিক মাধ্যমের ক্ষেত্রেও হচ্ছে।’ তিনি রাজনীতিকে ভয় পান এবং দূরে থাকতে চান বলেও জানান। 

তিনি আরো বলেন, কারণ আমরা সবাই এই পৃথিবীতে হারিয়ে গিয়েছি এবং একটা পরিচয় খুঁজছি যা আমরা কখনোই ছিলাম না। আমরা নিজেদেরকে কোথায় একটা সংযুক্ত করার চেষ্টা করছি।’

সোশ্যাল মিডিয়া এই মেরুকরণকে আরো প্রভাবিত করেছে উল্লেখ করে বিদ্যা বলনে, ‘আমরা আগের চেয়ে নিঃসঙ্গ। খুবই অতিমাত্রায় আমরা নিজেদেরকে সুবিধাজনক আইডিয়া এবং কনসেপ্টের সঙ্গে জুড়ে দিচ্ছি। শুধু একটি দেশে নয়, বিশ্বে আজ মেরুকরণ চলছে।’

আরো পড়ুনবিয়ের পোশাক ছিঁড়ে ফেললেন সামান্তা!

বিদ্যা বালানের রাজনৈতিক দর্শন কী জানতে চাইলে তিনি বলেন, আমি রাজনীতি ‘ভয় পাই’। রাজনীতি করলে আমাকে নিষিদ্ধ করে দেয় যদি? আমার সঙ্গে এরকমটা ঘটেনি ঠিকই, তবে তারকারা এখন রাজনীতি নিয়ে একটু বুঝে শুনেই কথা বলেন। কারণ কারা, কখন মনোক্ষুণ্ণ হয়! বিশেষ করে কোনো সিনেমা রিলিজের সময়ে, কারণ ওই সিনেমাটির নেপথ্যে আরো ২০০ জনের কসরত থাকে। তাই আমি বলি, আমাকে রাজনীতি থেকে দূরেই রাখুন। মুখ বন্ধ করে কাজ চালিয়ে যাওয়াই ভালো।’

এসি/  আই.কে.জে/ 



বিদ্যা বালান রাজনীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250