শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** কোনো অজুহাতেই জঙ্গিবাদ অ্যালাউ করতে পারি না : আসিফ নজরুল *** হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা *** দুই দিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম *** অভ্যুত্থানে আহতরা পাবেন বিনামূল্যে চিকিৎসা, দেওয়া হবে আইডি কার্ড *** কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন : তারেক রহমান *** হজের প্রাথমিক নিবন্ধন ৩০শে নভেম্বরের মধ্যেই *** বেনাপোল চেকপোস্টে যাত্রীদের হয়রানি বন্ধের নির্দেশ *** চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ১০১, জিপিএ-৫ পেলেন ৬১ জন *** আলিমে ফেল থেকে পাস ১০, জিপিএ-৫ পেলেন ৬ জন

‘বিষাদ সিন্ধু’ রচয়িতা মীর মশাররফ হোসেনের জন্মদিন আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের অমর দিকপাল, ঔপন্যাসিক, ঊনবিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ, নাট্যকার ও গদ্যশিল্পী ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা সাহিত্য সম্রাট মীর মশাররফ হোসেনের ১৭৭তম জন্মবার্ষিকী আজ।

বুধবার (১৩ই নভেম্বর) দিনব্যাপী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদি গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের আজকের দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মায়ের নাম দৌলতন নেছা। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী নবাব স্টেটে বসবাস করতেন। এখানেই তিনি ১৯১১ সালের ১৯শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। পরে পদমদীতে তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়। এরপর থেকেই মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সটির যাত্রা শুরু।

বাংলা ভাষার অন্যতম এই প্রধান গদ্যশিল্পী মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী ঘিরে বাংলা একাডেমি, প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো মীরের সমাধিস্থল বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

আরও পড়ুন: পঞ্চগড় জেলার লোকসংগীত ও লোকনাট্যের ইতিবৃত্ত

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (বুধবার) সকাল ৯টায় মীর মশাররফ হোসেনের সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বেলা ১১টায় শুরু হবে সেমিনার। তাতে সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মাদ জাহিদুল ইসলাম মিঞা এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) মোহা. নায়েব আলী, স্বাগত বক্তব্য রাখবেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) হাসিবুল হাসান এবং প্রবন্ধকার হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।

এসি/ আই.কে.জে/


মীর মশাররফ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন