রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

আমেরিকা, তোমাকে আমার সেরাটা দিয়েছি : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের শিকাগোয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশটির ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন। সোমবার রাতে শুরু হওয়া এই সম্মেলনে নেতাকর্মীদের পাশাপাশি বেশ কয়েক হাজার আমন্ত্রিত অতিথিও অংশ নিয়েছেন।

চারদিনব্যাপী সম্মেলনের প্রথমদিন শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে সপরিবারে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় দলের জাতীয় এই সম্মেলনে শেষবারের মতো ভাষণ দিয়েছেন তিনি।

‘আমেরিকা, আমি তোমাকে আমার সেরাটা দিয়েছি। হৃদয় ও আত্মা দিয়ে সেবা করেছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমেরিকা ‘সম্ভাবনার একটি জাতি’। শিকাগোতে ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় মেয়ে অ্যাশলি বাইডেন জড়িয়ে ধরেন বাবাকে, মুছে দেন চোখের পানি। সোমবার রাতে দলীয় সম্মেলনের উদ্বোধনী মঞ্চে এ দৃশ্য চোখে পড়ে।

ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থী, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রেসিডেন্ট জো বাইডেন। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়ে তিনি হোয়াইট হাউসে তার স্থলাভিষিক্ত হবেন এমন আশাবাদ প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘একজন প্রেসিডেন্টের কাজ হলো সকল আমেরিকানের জন্য সুযোগ সৃষ্টি করা। আপনার (কমলা হ্যারিস) কারণে, আমাদের চার বছরের অগ্রগতি অসাধারণ ছিল। 

যদিও তিনি নিজের প্রশাসনের কৃতিত্বের বিষয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। তার মধ্যে কিছুটা এড়িয়ে গেছেন কমলা হ্যারিসের প্রচারণা ইস্যু। তবে তিনি কমলার প্রচারাভিযানে ‌‘সেরা স্বেচ্ছাসেবক’ হওয়ার প্রতিশ্রুতি দিলে জনতা মাথা নেড়ে হাততালি দেন।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে জাতিসংঘ : গুতেরেস

সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ২০২০ সালে গণতন্ত্রকে বাঁচাতে হয়েছে। ২০২৪ সালে আমাদের আবার এটিকে বাঁচাতে হবে। এটি সহজ, এটি গুরুতর এবং এটি আপনাদের হাতে।’

আসন্ন নির্বাচনকে ‘গণতন্ত্রের আত্মার জন্য যুদ্ধ’ অভিহিত করেন তিনি। বলেন, আমেরিকা ‘সম্ভাবনার একটি জাতি’। অবকাঠামো বিল, ওষুধের দাম এবং জলবায়ু বিলের দিকে ইঙ্গিত করে নিজের আইন প্রণয়নের সাফল্যগুলো তুলে ধরেন।

বাইডেন ‘ভুল’ স্বীকার করেছেন, তবে বলেছেন, তিনি দেশকে তার ‘হৃদয় ও আত্মা’ দিয়ে সেবা করেছেন। তিনি বলেন, আমি আপনাদের জানাতে চাই, আমি আপনাদের সকলের প্রতি কতটা কৃতজ্ঞ।

সূত্র:বিবিসি 

এসি/ আই.কে.জে/

আমেরিকা জঙ্গিবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250