রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছয় কোটির গাড়ি ফেলে সাইকেলে শুটিং সেটে কার্তিক!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছয় কোটির গাড়ি ফেলে সাইকেল রাইডে মজেছেন কার্তিক আরিয়ান। শনিবার (১৬ই মার্চ) ভরদুপুরে অভিনেতা সাইক্লিংয়ের ভিডিও দিতেই নেটপাড়ার বন্ধুরা অতি আগ্রহ নিয়ে ছেঁকে ধরলেন। কেউ কেউ আবার ট্রোল করার সুযোগও হাতছাড়া করলেন না। 

সম্প্রতি কার্তিক আরিয়ান সামাজিক মাধ্যমে জানান, ছয় কোটি রুপির রেঞ্জ রোভার কিনেছেন তিনি। এর এক  দিন যেতেই দেখা যায় কোটি রুপির গাড়ি ফেলে সাইকেল চালাচ্ছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সোশ্যাল মিডিয়ায় নিজেই প্রকাশ করেছেন সাইকেল চালানোর ভিডিও। সেখনে দেখা গেছে পরনে স্যান্ডো গেঞ্জি। চোখে রোদচশমা। ফুরফুরে মেজাজে সাইকেল চালাচ্ছেন কার্তিক আরিয়ান। আর সপ্তাহান্তে ছুটির দিনে সাইকেল নিয়ে বেরিয়ে এতটাই খুশি তিনি যে ক্যাপশনেও ফলাও করে লিখেছেন- “ভাবছি, এবার থেকে সাইকেল নিয়েই সেটে চলে যাব।”

আরো পড়ুন: ঝুমঝুম থেকে যেভাবে রচনা ব্যানার্জি হলেন

এই ভিডিও পোস্টের ঠিক আগের দিন, শুক্রবারই (১৫ই মার্চ) ৬ কোটির রেঞ্জ রোভার কিনেছেন অভিনেতা। আর তারপরের দিনই সাইকেলে দেখে কটাক্ষে মেতেছেন নেটাগরিকরা।

এসব ট্রল কিন্তু নজর এড়ায়নি কার্তিকের।জবাবে তিনি লিখেছেন, “পুরনো অভ্যেস ছাড়তে একটু সময় লাগে কিনা!”

এসি/ আই.কে.জে/

গাড়ি কার্তিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন