ছবি: সংগৃহীত
বড়পর্দা থেকে অনেকদিন আগেই বিদায় নিয়ে ছোটপর্দাতেই মন দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নাম্বার ওয়ানের সঙ্গে পাকাপাকিভাবে জুড়ে গিয়েছে তার নাম। তাকে ছাড়া এই শো কার্যত অসম্পূর্ণ।
কাজের জন্য ব্যক্তিগত জীবনে কত কিছু করতে হয় মানুষকে। বদলাতে হয় নিজের পিতৃপ্রদত্ত নাম পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে রচনার নাম পরিবর্তন নিয়ে উঠে এসেছে এমন তথ্য।
জন্মের পর রচনার নাম রাখা হয়েছিল ঝুমঝুম। সিনেমায় আসার পর সেই নাম পাল্টানো হয়। নাম পাল্টেছিলেন অভিনেতা সুখেন দাস।
রচনা জানান, অভিনেতা সুখেন দাসের কাছে রচনাকে নিয়ে গিয়েছিলেন তার বাবা। ঝুমঝুম নাম শুনে সুখেন বলেছিলেন, “এই নামটা আগে পাল্টাতে হবে। ঝুমঝুম নাম শুনলে সকলে বলবেন মুনমুনের বোন, তাই আগে পাল্টাতে হবে নামটা।”
আরো পড়ুন: আমি এ পর্যন্ত কোনো পদক ও প্রাপ্তির জন্য আবেদন করিনি : রফিকউজ্জামান
অভিনেত্রী জানান, তারপর রবীন্দ্র রচনাবলি নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে একটা নাম বাছাই চলছিল রচনার। হঠাৎ সুখেন বলে বসেন, “রবীন্দ্র রচনাবলির ‘রচনা’ নামটা কী ক্ষতি করল। সেটাই থাক। সেই থেকে ঝুমঝুম হয়ে উঠলেন রচনা।”
এদিকে বড়পর্দায় অনিয়মিত হলেও ছোটপর্দায় বেশ জমিয়ে বসেছেন রচনা। দিদি নাম্বার ওয়ানের ধুন্ধুমার জনপ্রিয়তাই তার প্রমাণ। সেইসঙ্গে যোগ দিয়েছেন রাজনীতিতে। আসন্ন নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের দলের হয়ে নির্বাচন করছেন তিনি।
এসি/ আই.কে.জে