বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মেন্দ্রর স্মৃতি নিয়ে পথ চলবেন হেমা মালিনী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর চারদিন পেরিয়েছে। তার স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ প্রথম আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। বিভিন্ন বিষয়ে মন্তব্যের সঙ্গে ধর্মেন্দ্র ও তাদের দুই মেয়ে এশা ও অহনার অনেক ছবি শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘‌বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ধর্মেন্দ্র ছিলেন অত্যন্ত বিনয়ী। একজন জনপরিচিত ব্যক্তি হিসেবে প্রতিভা, বিনয় আর সর্বজনীন গ্রহণযোগ্যতা তাকে এক অনন্য আইকনে পরিণত করে। সব কিংবদন্তির মধ্যেও তার তুলনা নেই। চলচ্চিত্র জগতে তার স্থায়িত্ব, খ্যাতি ও অর্জন চিরকাল অম্লান থাকবে।’ সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস। 

হেমার জীবনের প্রতিটি প্রয়োজনে ধর্মেন্দ্রকে কাছে পেতেন। মানসিক ও পারিবারিক সংকটেও সবার আগে, তার ওপরই সবচেয়ে বেশি নির্ভর করতেন। পারিবারিক সম্পর্ক ও বন্ধনের বিষয়ে হেমা লেখেন, ‘ধর্মাজি আমার কাছে অনেক কিছু ছিলেন। স্নেহময় স্বামী, আমাদের দুই মেয়ে এশা ও অহনার একজন ভালোবাসাপূর্ণ বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, ও কবি। সব প্রয়োজনে তার কাছে যেতাম। ভালো ও খারাপ সবসময় তিনি আমার সঙ্গে থেকেছেন। তার সহজ, বন্ধুসুলভ ব্যবহারে তিনি আমার পরিবারের সব সদস্যের মন জয় করেছিলেন।

ধর্মেন্দ্রকে হারানোর কারণে ব্যক্তিগত শূন্যতা ও শোকের বিষয়টি তুলে ধরেছেন হেমা মালিনী। তিনি লেখেন, ‘তাকে হারিয়ে আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তার চলে যাওয়া যে শূন্যতা তৈরি করেছে, তা সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে। তার সঙ্গে বহু বছরের স্মৃতিগুলোই এখন আমার ভরসা।’

ধর্মেন্দ্র ও হেমা ১৯৮০ সালে বিয়ে করেন। ১৯৮১ সালে তাদের প্রথম কন্যা এশার এবং ১৯৮৫ সালে অহনার জন্ম হয়। হেমাকে বিয়ের আগে ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন। প্রকাশ-ধর্মেন্দ্র দাম্পতির চার সন্তান। তারা হলেন সানি, অজিতা, বিজয়তা ও ববি।

ধর্মেন্দ্র ও হেমা জুটি ১৯৭০ সালে ‘শরাফত ও তুম হাসিন মেঁ জওয়ান’ ছবিতে একসঙ্গে কাজ করেন। পরে ‘নয়া জামানা’, ‘সীতা অউর গীতা’, ‘রাজা জানি’, ‘জুগনু’, ‘পাথর অউর পায়েল’, ‘প্রতিজ্ঞা’সহ বহু ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেন।

ধর্মেন্দ্র ২৪শে নভেম্বর ৮৯ বছর বয়সে নিজ বাসভবনে মারা যান। উল্লেখ্য, ধর্মেন্দ্রকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সুদর্শন ও বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র তারকাদের অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। ছয় দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি ৩০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০১২ সালে তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন।

জে.এস/

হেমা মালিনী ধর্মেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250