বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা

গ্রেটাকে ফ্রান্সগামী বিমানে উঠিয়ে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে ইসরায়েল থেকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেটা থুনবার্গ দেশে ফিরে যেতে রাজি হয়েছেন। আজ মঙ্গলবার (১০ই জুন) সকালে প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করে তেল আবিব থেকে ফ্রান্সের একটি বিমানে সুইডেনের উদ্দেশে রওনা হয়েছেন গ্রেটা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তবে ফ্রান্সের বক্তব্য একটু ভিন্ন। তারা বলছে, তাদের ছয়জন নাগরিকের মধ্যে পাঁচজন ইসরায়েলের নির্বাসনসংক্রান্ত আদেশে সই করতে রাজি হননি। ফলে তাদের ইসরায়েলের আদালতে হাজির করা হবে।

গ্রেটা থুনবার্গসহ ১২ জন ফিলিস্তিনপন্থী অধিকারকর্মী গাজার দিকে সাহায্য নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার (৯ই জুন) ভোরে ইসরায়েলি বাহিনী জাহাজটিকে আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ জাহাজকে ‘সেলফি ইয়ট’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, থুনবার্গদের এ নৌযাত্রা ‘গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য নয়’, বরং নিজেদের প্রচার ও মিডিয়া স্টান্ট হিসেবেই এটি পরিকল্পিত হয়েছে। 

ওই নৌকায় থাকা ত্রাণের পরিমাণ ছিল খুবই সামান্য—একটি ট্রাকের পূর্ণ ধারণক্ষমতার চেয়েও কম। গতকাল রাতে জাহাজটি আশদোদ বন্দরে আসার পর তাদের তেল আবিরের বেন গুরিয়ন বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এক্সের একটি পোস্টে বলেছে, যারা নির্বাসনসংক্রান্ত কাগজে সই করে ইসরায়েল ছেড়ে যেতে রাজি হবেন না, তাদের ইসরায়েলি আইন অনুযায়ী আদালতে হাজির করা হবে।

এইচ.এস/

গ্রেটা থুনবার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250