বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর *** ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া দণ্ডও বাতিল হবে, অধ্যাদেশ সংশোধন হচ্ছে *** গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতিকে সহায়তা তারেক রহমানের *** জিম্মি উদ্ধারের পর ‘হামাসকে ধ্বংস করতেই হবে’, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ *** টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় *** ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই *** অভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৫ বাংলাদেশি ‘শিগগির’ দেশে ফিরবেন, আশা অন্তর্বর্তী সরকারের *** দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: তারেক রহমান

রমজানের প্রথম সপ্তাহ

মসজিদে নববীতে ৫২ লাখ মুসল্লির নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে মসজিদে নববীতে ৫২ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়া একই সময়ে প্রায় আড়াই লাখ মুসল্লি রিয়াজুল জান্নাহতে নামাজ আদায় করেছেন। 

রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি আন্তজার্তিক সংবাদমাধ্যম।

সেখানে বলা হয়েছে, ৫২ লাখেরও বেশি মুসল্লি এবং দর্শনার্থী গত সপ্তাহে নামাজ আদায় করতে মদিনার মসজিদে নববীতে এসেছিলেন। দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য প্রোফেট’স মস্ক এসব মুসল্লিদের ব্যাপক সেবা প্রদান করে।

 সংস্থাটির এক প্রতিবেদনে, ১৪৪৫ হিজরির রমজানের প্রথম সপ্তাহে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য প্রদত্ত বিস্তৃত পরিসেবার তথ্য প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: রমজানে একাধিকবার ওমরাহ নিষিদ্ধ করল সৌদি আরব

কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের প্রথম সপ্তাহে ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জনেরও বেশি দর্শনার্থী নবী (সা.) এবং তার দুই সঙ্গীকে সালাম জানানোর সম্মান পেয়েছেন। এছাড়া একই সময়ে ১ লাখ ৩৪ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৭ হাজার ৬৯৭ জন নারী রিয়াজুল জান্নাহতে নামাজ আদায় করেছেন।


নিজেদের সাংগঠনিক পদ্ধতিতে মসৃণভাবে ভিড় ব্যবস্থাপনার পাশাপাশি পুরুষ ও নারীদের উভয়ের জন্য পরিদর্শনের সময়সূচী নিশ্চিত করে কর্তৃপক্ষ।

এছাড়া বিশেষায়িত পরিষেবাগুলো গত সপ্তাহে ১০ হাজার ৪৮২ জন বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করেছে। একইসঙ্গে বিভিন্ন জাতীয়তার ১ লাখ ১০ হাজার ৪১২ দর্শনার্থীকে একাধিক ভাষায় যোগাযোগ পরিষেবা প্রদান করা হয়।


একই সময়ে মসজিদ কর্তৃপক্ষ ১ লাখ ৪৪ হাজার বোতল জমজমের পানি বিতরণ করেছে এবং মসজিদের মধ্যে নির্দিষ্ট এলাকায় রোজাদারদের জন্য ১৫ হাজার ২৪৩টি ইফতার সরবরাহ করেছে বলেও জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

এইচআ/


নামাজ মসজিদে নববী পবিত্র রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250