শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে একাধিকবার ওমরাহ নিষিদ্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজানে একাধিকবার ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মূলত অতিরিক্ত মুসল্লি হওয়ায় এ ধরনের পদক্ষেপ নিয়েছে দেশটি।

রোববার (১৭ই মার্চ) দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের রমজানে কাউকেই একাধিকবার ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে না। এছাড়া যারা ওমরাহ পালনের উদ্দেশ্যে এসেছেন, তাদের মক্কা ও মদিনায় দীর্ঘদিন অবস্থান না করার জন্য আহ্বান জানানো হয়েছে। নতুনদের সুযোগ করে দেওয়া এবং ভিড় এড়াতে কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছে।

মক্কা ও মদিনায় ইবাদতকারীদের গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা প্রদান এবং ওমরাহ যাত্রার জন্য প্রয়োজনীয় ভিসা এবং পারমিট পেতে সহায়তা করে নুসুক অ্যাপ। 

নুসুকের তথ্য অনুযায়ী, সৌদি সরকার ওমরাহ পালনের যাবতীয় তথ্য অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। ফলে এ অ্যাপের মাধ্যমে এক ব্যক্তি যদি একাধিকবার ওমরাহ পালনের জন্য আবেদন করেন, তাহলে তার আবেদন নেওয়া হবে না। তবে নতুনরা আবেদন করতে পারবেন। 

সূত্র: গালফ নিউজ

ওআ/ আই. কে. জে/ 



সৌদি আরব ওমরাহ

খবরটি শেয়ার করুন