শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা *** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে

কমছে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কের দূরত্ব, রাষ্ট্রদূত নিয়োগ দুই দেশের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কানাডার ভ্যাঙ্কুভারে ২০২৩ সালের জুনে শিখ সম্প্রদায়ের খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জেরে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছিল, তা কেটে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ওই ঘটনার জেরে কানাডা ও ভারত উভয় দেশ পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করেছিল। এ ঘটনার প্রায় ১০ মাস পর আবার উভয় দেশ নিজেদের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, কানাডা ক্রিস্টোফার কুটারকে দিল্লিতে তাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। অন্যদিকে, দীনেশ কে পাটনায়েককে কানাডায় তাদের রাষ্ট্রদূত ঘোষণা করেছে ভারত। দীনেশ কে পাটনায়েক বর্তমানে স্পেনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন। স্পেনের আগে তিনি মরক্কোয় ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

২০২০ সালে ভারত খালিস্তানি নেতা নিজ্জারকে সন্ত্রাসী ঘোষণা করে। ২০২৩ সালের জুনে ভ্যাঙ্কুভারের একটি শিখ মন্দিরের বাইরে দুই বন্দুকধারী গুলি করে হত্যা করে নিজ্জারকে। কয়েক মাস পর কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জারের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের গুপ্তচরেরা জড়িত বলে অভিযোগ তোলেন।

তবে ভারত সরকার তা অস্বীকার করে আসছিল। এরপরই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। গত বছরের অক্টোবরে অটোয়া নিজ্জার হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে ভারতের রাষ্ট্রদূতসহ ছয় কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। 

ভারত এই অভিযোগকে অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে কানাডার বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনে। এ ছাড়া ভারত কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনারসহ ছয় জ্যেষ্ঠ কূটনীতিককে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়।

কানাডায় ক্ষমতার পট পরিবর্তনের পর ট্রুডোর পরিবর্তে মার্ক কার্নি প্রধানমন্ত্রী হলে আবার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত জুনে কানাডার প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে দেখা করেন এবং হাইকমিশনার নিয়োগে সম্মত হন। এরপরই উভয় দেশ যার যার রাষ্ট্রদূত নিয়োগ দিল।

জে.এস/

নরেন্দ্র মোদি মার্ক কার্নি ভারত-কানাডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন