সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে শনিবার গ্যাস সরবরাহ পুনরায় চালু করবে কেজিডিসিএল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে শনিবার (২০শে জানুযারি) গ্যাস সরবরাহ পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিপণন উত্তর বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী গৌতম চন্দ্র কুন্ডু বলেন, কিছুক্ষণ আগে পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে মিটিং শেষ করলাম। আশা করি, শনিবার গ্যাস সরবরাহ পুনরায় চালু হতে পারে। 

এদিকে গ্যাস সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক আমিনুর রহমান। তিনি  বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে চট্টগ্রামে সরবরাহ করা হয়। আমদানি করা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গত পহেলা নভেম্বর থেকে বন্ধ রয়েছে। এটি  বৃহস্পতিবার (১৮ই জানুযারি) চালু হওয়ার কথা ছিল। কিন্তু চালু করা যায়নি। এছাড়া পেছনের গতি বা ব্যাক প্রেশার না থাকার কারণে সামিট এলএনজি টার্মিনালটিও গ্যাস সরবরাহ করতে পারছে না। এ কারণে চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এইচআ/ আই.কে.জে/


চট্টগ্রাম গ্যাস সরবরাহ কেজিডিসিএল

খবরটি শেয়ার করুন