ফাইল ছবি (সংগৃহীত)
বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সন্ত্রাসী নিহত হয়েছে।
রোববার (২৪শে নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ-এর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন