শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অভয়াশ্রমে মৎস্য শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সময়ে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ১৮ জেলের কারাদণ্ড ও এক জেলের জরিমানা হয়েছে।

মঙ্গলবার (১২ই মার্চ) বিকেলে হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

আরো পড়ুন: রমজানে যেখানে মিলছে ১০ টাকায় দুধ

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম গণমাধ্যমকে বলেন, মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ১৯ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১৮ জন জেলের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং একজন জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

হিজলা উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এইচআ/

জেলে কারাদণ্ড অভয়াশ্রম

খবরটি শেয়ার করুন