ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১০ই ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১০টার পর থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ১২টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
আরো পড়ুন : কলকাতায় ডিএনএ নমুনা দিলেন আনারকন্যা ডরিন
বিআইডব্লিউটিসির দৌলতিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ হলেও ঘাট এলাকায় যানবাহনের কোনো সিরিয়াল নেই।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন