ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, 'অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, এমন বিষয়বস্তু (কনটেন্ট) ঠেকাতে অমর একুশে বইমেলায় প্রকাশের আগে পাণ্ডুলিপিতে পুলিশের অনুমোদন লাগবে'- এমন কোনো সিদ্ধান্ত বা পরামর্শ দেওয়া হয়নি।
শনিবার (১লা ফেব্রুয়ারি) ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, উস্কানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়েছিল।
ডিএমপি তাদের বিজ্ঞপ্তিতে দাবি করেছে, ‘গত ৩১শে জানুয়ারি বইমেলা উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রকাশিতব্য বইয়ের বিষয়ে আগামীতে পুলিশ কর্তৃক ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোনো পরামর্শ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা বলা হয়নি।’
ডিএমপি বলছে, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। লেখনীর মতো সৃজনশীল কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহ দিই। মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই।’
এ বিষয়ে 'অহেতুক' ভুল ব্যাখ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
হা.শা./কেবি
খবরটি শেয়ার করুন