সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে আমেরিকার হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানে আমেরিকার একতরফা বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে 'সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া' বা এসইউসিআই (কমিউনিস্ট) দল। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আয়োজিত এ প্রতিবাদ মিছিল রোববার বেলা তিনটায় ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে আমেরিকার দূতাবাস অভিমুখে অগ্রসর হয়।

মিছিলে অংশ নেন শতাধিক দলীয় কর্মী, সমর্থক, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি। ‘আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘ইরানে বোমাবাজি চলবে না’ ইত্যাদি স্লোগানে মুখর হয় গোটা এলাকা। এ সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়। খবর সংবাদ প্রতিদিনের।

এসইউসিআইয়ের (কমিউনিস্ট) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর বলেন, ‘আমেরিকার সাম্রাজ্যবাদ আজ গোটা বিশ্বের শান্তি ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। ইরানে পারমাণবিক ঘাঁটিতে হামলা সেই সাম্রাজ্যবাদী নীতিরই অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আন্তর্জাতিক যুদ্ধবিরোধী আন্দোলনের পাশে থাকছি।’

কলকাতার আমেরিকার দূতাবাসের সামনে পৌঁছে শান্তিপূর্ণভাবে এ মিছিল শেষ হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, শুধু কলকাতায় নয়, আগামীতে রাজ্যের বিভিন্ন প্রান্তেও এ প্রতিবাদ কর্মসূচি চলবে।

ইরানে আমেরিকার হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন