ছবি : সংগৃহীত
ধরুন ফোনে এমন কারও সঙ্গে কথা বলছেন যে কথোপকথন পরবর্তিতে আপনার দরকার হবে। এক্ষেত্রে কল রেকর্ড করা ছাড়া উপায় নেই। তাও যে গোপনে করতে পারবেন তা না। এজন্য আপনাকে অপর পক্ষের মানুষের অবশ্যই অনুমতি নিতে হবে।
তবে এবার আপনি কারও সঙ্গে ফোনে কথা বলা শেষ করলেই সেই কথোপকথন টেক্সট আকারে আপনার কাছে পাঠাবে ফোন। এজন্য একটি ফিচার অন রাখতে হবে ফোনের। তবে এই সুবিধা পাবেন যদি আপনি গুগল পিক্সেল ব্যবহারকারী হোন। গুগল পিক্সেলে মিলবে কল নোটস ফিচার।
আরো পড়ুন : কর্মী বরখাস্ত করায় ইলন মাস্কের ৭ কোটি টাকা জরিমানা
তবে সব পিক্সেল ব্যবহারকারী এই সুবিধা পাবেন না। শুধু গুগল পিক্সেল ৯ সিরিজ অর্থাৎ পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো, পিক্সেল ৯ প্রো এক্সএল এবং পিক্সেল ৯ প্রো ফোল্ড ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা পাবেন।
ফিচারটি ব্যবহার করতে পিক্সেল ব্যবহারকারীদের প্রথমে গুগল ফোন অ্যাপ খুলতে হবে। তার পর বেছে নিতে হবে কন্টাক্ট ডিটেল। এরপর দেখতে পাবেন কল সামারি। তাতে ক্লিক করতে বাড়তি তথ্য পাবেন। অন হয়ে যাবে কল নোট ফিচারও।
সূত্র: ইন্ডিয়া টুডে
এস/ আই.কে.জে