রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গালি দিলেই জরিমানা হয় যে গ্রামে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ বের না করার শপথ নিয়েছে এক গ্রামের সব বাসিন্দা। শুধু তাই নয় এই প্রতিশ্রুতি কেউ ভাঙলে শাস্তি কী হবে তাও নিজেরাই ঠিক করে নিয়েছেন। বলা হচ্ছিল, ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম সোন্ডালের কথা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০১১ সালের জনগণনা অনুযায়ী সোন্ডালে গ্রামে ১৮০০ মানুষের বাস। এই গ্রামের মানুষ শপথ নিয়েছেন- যা কিছু হয়ে যাক, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা। যদি কেউ এই প্রতিশ্রুতি ভাঙেন, সেক্ষেত্রে ৫০০ রুপি জরিমানা দিতে হবে।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামের প্রধান শরদ আরগড়ে বলেন, ‘আমরা আমাদের গ্রামের নারীদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষার্থে পঞ্চায়েতে এই প্রস্তাব পেশ করি। গ্রামের সব বাসিন্দা এই প্রস্তাব মেনেও নেন।’

সংবাদমাধ্যমকে ওই পঞ্চায়েত প্রধান বলেন, ‘আমাদের এই গ্রাম আখ চাষের উপর নির্ভরশীল। তবে গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালিগালাজ। কারও সঙ্গে ঝগড়া হলে মা-বোনকে উদ্দেশ করে ঘৃণ্য গালি দেওয়া হতো। অথচ এরা ভুলে যান অন্যের মা-বোনকে গালি দিয়ে নিজের পরিবারকেও অসম্মান করছেন তারা। এই ঘটনায় লাগাম টানতেই আমরা সকল গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। যেখানে সকলে শপথ নেন তারা কখনও বাজে শব্দ ব্যবহার করবেন না। এমনটা করলে ৫০০ রুপি জরিমানা দিতে হবে। এর পর থেকেই গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’

ওআ/ আই.কে.জে/ 

জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন