বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ *** পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম *** বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া *** আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে *** সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙা নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাইলেন মমতা *** এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত *** শিঙাড়া-জিলাপির জন্য সিগারেটের মতো সতর্কবার্তা দেখাবে ভারত *** নিজেকে মোটা ভাবা এক ধরনের মানসিক রোগ! *** তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার *** নিবন্ধন যাচাইয়ে এনসিপিসহ ১৪৪ দলই ফেল, সুযোগ পাচ্ছে সবাই

অভিনয়ে আসছেন নওয়াজুদ্দিনের কন্যা, অডিশনেই বাজিমাত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডে পা রাখার আগেই অভিনয় দক্ষতা দিয়ে নেটিজেনদের মন কেড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যা শোরা। সম্প্রতি সামাজিক মাধ্যমে মেয়ের একটি অডিশনের ভিডিও শেয়ার করেছেন নওয়াজ। আর তাতেই প্রশংসায় পঞ্চমুখ অনুসারীরা। তথ্যসূত্র এনডিটিভি মুভিজের।

ওই ভিডিওতে দেখা যায়, ইংরেজিতে ডায়লগ ডেলিভারি দিচ্ছেন শোরা। ভিডিওটির কমেন্ট সেকশনে এক অনুসারী লিখেছেন, ‘মন ভরে গেল।’ আরেকজন লিখেছেন, ‘কী অসাধারণ অভিনয় করলেন!’ আরেকজন মন্তব্য করেছেন ‘নিশ্চয়ই বলিউডে রাজ করবেন নওয়াজ কন্যা।’ আরেকজন বলছেন, ‘বাবার মতোই প্রতিভাবান কন্যা। অবশ্যই গর্বিত হওয়ার মতো মুহূর্ত।’

গত বছর এক সাক্ষাৎকারে অভিনয়ের প্রতি শোরার প্যাশনের কথা উল্লেখ করেছিলেন নাওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার মেয়ে এখন অভিনয়টা শিখছে। সে নিজে পারফর্মিং আর্ট ফ্যাকাল্টিতে গিয়ে শিক্ষকের সামনে দুই হাত জোর করে বলেছে যে, সে অভিনয় শিখতে চায়।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যা করেছি বা শিখেছি তাই আমার সন্তানের করতে হবে এমন কিছুতে আমি বিশ্বাসী নই। শোরার ওপর আমি সেই চাপ তৈরি করতে চাই না। ও নিজের পৃথিবীকে কীভাবে দেখছে, সেটা গুরুত্বপূর্ণ। জীবন সম্পর্কে ওর নিজস্ব ব্যাখ্যা থাকা দরকার—আমার চাপিয়ে দেওয়া কিছু ধারণ করা নয়। আমার অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং জীবন ভিন্ন ছিল। আমি যেভাবে পৃথিবীকে দেখতাম, তাতে আমার অভিজ্ঞতাও সেভাবেই তৈরি হয়েছে। তাই আমি যদি শোরাকে বলি, আমার অভিজ্ঞতা থেকে শিখো, সেটা ভুল হবে। আমি ওর ওপর সে চাপ দিতে চাই না।’ শোরা বর্তমানে লন্ডনে অভিনয় শিখছেন।

জে.এস/

নওয়াজুদ্দিন সিদ্দিকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন