রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে অফিসে বলা যায় না কথা, ব্যবহার করা যায় না ফোন!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা ও প্রাপ্য বুঝিয়ে না দেওয়ার পাশাপাশি কর্মস্থলের পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে এমন অসন্তোষের কথা প্রায়ই চোখে পড়ে। বিশেষ করে পেশাজীবীদের বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিংকডইন ও রেডিটে এসব ঘটনা বেশি শেয়ার করা হয়। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি রেডিটের ভারতীয় ভার্সন সাবরেডিটে এক ব্যক্তির অফিস সম্পর্কিত একটি পোস্ট বেশ সাড়া ফেলেছে। ওই ব্যক্তির দাবি, তার অফিস থেকে কারাগার ভালো। 

পোস্টে ওই ব্যক্তি লিখেছেন, ‘এমন পরিবেশে কাজ করার কথা ভাবতে পারা যায় না। আমাদের অফিসের নিয়ম অনুসারে কাজের জায়গায় সহকর্মীর সঙ্গে কোনো কথা বলা যাবে না, ফোনও ব্যবহার করা যাবে না। এমনকি ডেস্কটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে একটু বিশ্রাম নিলেও কড়া পদক্ষেপ নেওয়া হয় কর্মীদের বিরুদ্ধে।’

আরো পড়ুন : মোরগের আকৃতির বিল্ডিং বানিয়ে বিশ্বরেকর্ড

অফিসের কাজ ব্যতীত অন্য কোনো উপায়ে যাতে সময় ব্যয় না হয়, এ জন্য সহকর্মীদের সঙ্গে কথা বলা বন্ধ বলে জানান ওই কর্মী। পাশে বসে থাকা সহকর্মীর সঙ্গে ডিজিটাল মাধ্যমে কথা বলার নিয়ম রয়েছে। ব্যক্তিগতভাবে কথা বলতে হলেও মাইক্রোসফট টিম ব্যবহারের নিয়ম সেখানে। একান্ত জরুরি পরিস্থিতি ছাড়া ফোন ব্যবহার করতে পারেন না কর্মীরা।

পোস্টে ওই কর্মী আরও লিখেছেন, তিনি তার ডেস্কটপ স্ক্রিন ছাড়া অন্য কোনো দিকে তাকাতেও পারেন না। চোখের চাপ কমাতে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখতেও পারেন না তিনি। পরিবার থেকে ফোন এলেও অফিসের নিয়ম অনুযায়ী সেই ফোন ধরতে পারেন না। খুব জরুরি না হলে ফোন ধরা পর্যন্ত যায় না অফিসে বসে। এ ছাড়া সময় বাঁচানোর জন্য ঘন ঘন ওয়াশরুম ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে অফিসটিতে।

অত্যন্ত হতাশার সঙ্গে ওই কর্মী লিখেছেন, এর থেকে জেলও ভালো। জেলে অন্তত তিনি কারও সঙ্গে কথা বলতে পারবেন।

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে/

অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন