শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর *** দুই দশক পর ২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান *** তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক *** যারা হ্যাঁ ভোটের সমালোচনা করছেন, তাদের জানার পরিধি সীমিত: শফিকুল আলম *** যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর *** নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ *** এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

রমজানে লাখো মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত পবিত্র কাবা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা নগরীর নগর কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন রমজানে মুসল্লিদের স্বাগত জানাতে প্রস্তুত করা হয়েছে পবিত্র কাবা শরীফ। মুসল্লিদের সেবা প্রদানের জন্য বিপুল সংখ্যক কর্মী ও আধুনিক যন্ত্রপাতি জড়ো করা হয়েছে।

মক্কার মেয়রের মুখপাত্র ওসামা জায়তুনি জানিয়েছেন, বছরের অন্য সময়ের তুলনায় রমজানে বেশি মানুষ মক্কাতে আসেন। ফলে এই সময়ে সেবার পরিমাণ বহুলাংশে বাড়াতে হয় তাদের।

তিনি সৌদির সংবাদমাধ্যম বলেছেন, মুসল্লিদের এই ভীড়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং পর্যাপ্ত সেবা— পরিষ্কার পরিচ্ছন্নতা, ময়লা অপসারণ— নিশ্চিতে একটি বিস্তারিত পরিকল্পনা সাজানো হয়েছে।

তিনি আরও বলেছেন, এই পরিকল্পনায় রয়েছে রেস্তোরাঁ এবং দোকানগুলো মনিটরিং এবং খাদ্যের গুণগত মান নিশ্চিত করা। এছাড়া রয়েছে সড়ক, সেতু এবং টানেল পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি।

সৌদির পবিত্র রাজধানী হিসেবে পরিচিতি মক্কায় রয়েছে ১৮ হাজার ছোট-বড় সড়ক, ৫৮টি টানেল এবং ৭০টি সেতুর বিস্তৃত নেটওয়ার্ক।

আরও পড়ুন: আজ পবিত্র শবে বরাত

বছরের অন্যান্য মাসগুলোর তুলনায় পবিত্র রমজানেই সবচেয়ে বেশি মানুষ উমরাহ পালন করে থাকেন।

রমজান মাসে মুসল্লিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর মধ্যপ্রাচ্যে ১১ই মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

মক্কায় উমরাহ শেষে সাধারণ মানুষ মদিনা শহরে যান। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় করেন তারা। এছাড়া ইসলামের অন্যান্য ঐতিহাসিক স্থানগুলোও ঘুরে দেখেন তারা।

সূত্র: গালফ নিউজ, আল এখবারিয়া

এসকে/ 

রমজান মাস পবিত্র কাবা শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250