ছবি: সংগৃহীত
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে ‘অগ্রহণযোগ্য সংস্থা’ বলে নিষিদ্ধ করেছে রাশিয়ার কর্তৃপক্ষ। এ সংস্থার সঙ্গে যুক্ত থাকা বা সহযোগিতা করা এখন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক সংস্থাটিকে রাশিয়ায় সব কার্যক্রম বন্ধ করতে হবে এবং এর সমর্থকদেরও মামলার মুখোমুখি হতে হবে। এ নিষেধাজ্ঞার অংশ হিসেবে ক্রেমলিনের সমালোচক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে অভিযান তীব্র হয়েছে।
তাছাড়া স্থানীয় আইন মানা না হলে হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া। খবর আল জাজিরার।
জে.এস/
খবরটি শেয়ার করুন