মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মেলবোর্ন ও সিডনিতে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্তমানে নুসরাত ফারিয়া অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। একই সাথে গান, অভিনয়, মডেলিং সবকিছুতেই সমান ব্যস্ততা তার। সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুটো শো শেষ করলেন। সেখান থেকেই গণমাধ্যমকে জানান, ‘দারুণ এক অভিজ্ঞতা হলো। দুটো স্টেজশো’তেই খুব ভালো রেসপন্স।’

উল্লেখ্য, বাংলাদেশে একই সাথে অভিনয় ও স্টেজে সমানতালে এই চাহিদা বজায় রাখা একমাত্র পারফর্মার তিনি। এই প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমার এই অডিয়েন্স একদিনে তৈরি হয়নি। একটু একটু করেই তৈরি করেছি। আমি কমপ্লিট পারফর্মার হিসেবেই কাজ করার চেষ্টা করি। এবারের অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ও সিডনি দু’টি জায়গাতেই অসাধারণ অডিয়েন্স পেয়েছি। একটা হলভর্তি ভালো অডিয়েন্স যেকোনো পারফর্মারের জন্য অনেক আনন্দের। অস্ট্রেলিয়াবাসী সেই কাজটিই করলো।’

নুসরাত ফারিয়া বলেন, ‘বাবা আমার কাছে অনেক কিছু। আমাকে ভীষণ বুঝেন ও সাহস দেন। অমন বাবা আছে বলেই এতদূর আসতে পেরেছি।’

আরো পড়ুন: গায়িকাকে স্টেজে পানির বোতল ছুঁড়ে মারলেন দর্শক

ফারিয়া আরো বলেন,‘ক্যারিয়ারে নিজের ভালো কিছু কাজ করে যেতে চাই। সে কারণেই নিজেকে কাজের ভেতরে ডুবিয়ে রাখি। মাঝে বাবার সেকেন্ড স্ট্রোকটা সত্যিই এলোমেলো করে দেয়। এখন অনেকটা ভালো। বাবা হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

অস্ট্রেলিয়ায় এবারের শো’তে সহশিল্পী জায়েদ খানও আছেন। এই শোয়ের ফাঁকে জায়েদ খান ও নুসরাত ফারিয়ার একটি ডুয়েট ছবিও আলোচনায় এসেছে। ছবিতে দেখা যায় সিডনি অপেরার সামনে একই ছাতার নিচে নুসরাত ফারিয়া ও জায়েদ খান।

অস্ট্রেলিয়া শো শেষ করে নুসরাত ফারিয়া দেশে ফিরবেন ১০ মে। এসেই আপকামিং ছবির কাজ ও প্রচারণায় অংশ নেবেন। সামনে তার ‘ফুটবল ৭১’ ও ‘রকস্টার’ নামে দু’টি ছবি মুক্তি পাচ্ছে।

এসি/ আই.কে.জে/

নুসরাত ফারিয়া মেলবোর্ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250