রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

ভারতকে সব ধরনের সহায়তার বার্তা বাংলাদেশের

উড়োজাহাজটিতে বাংলাদেশি কেউ ছিলেন কী না, জানাল হাইকমিশন

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ১৩ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার (১২ই জুন) দুপুরে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৪২ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে শুধু একজন যাত্রী জীবিত আছেন, যিনি হাসপাতালে চিকিৎসাধীন।

উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে কোনো বাংলাদেশের নাগরিক আছেন কী না, এ বিষয়ে জানতে দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হয়।

টেলিফোনে জানতে চাইলে হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদ বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে  বলেন, ‘এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে বাংলাদেশের কারও থাকার তথ্য নেই।’

বাসস জানায়, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শোকবার্তায় লিখেছেন, ‘আমদাবাদে ২৪২ যা্ত্রী বহন করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এ মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

অধ্যাপক ইউনূস বলেন, এ দুঃসময়ে আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছেন দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনরা। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি, প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।

এদিকে আহমেদাবাদের পুলিশ কমিশনার জ্ঞানেন্দ্র সিং মালিক প্রথমে ভারতীয় সাংবাদিকদের জানান, আরোহীদের প্রায় সবাই নিহত হয়েছেন, এমন আশঙ্কা করা হচ্ছে। যদিও পরে এক যাত্রীর জীবিত থাকার তথ্য পাওয়া গেছে।

ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয় যাত্রী থাকার তথ্য পাওয়া গেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি স্থানীয় একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। কলেজটির পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। আর প্রায় ৬০ জন শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এইচ.এস/

বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250