শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জামিনের মেয়াদ বাড়ল ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ বেড়েছে। আরো চার মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) তাকে জামিন দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাওয়ালপিন্ডি কোর্টে ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ৯ই মের সহিংসতার এক ডজন মামলায় জামিনের পর নতুন করে আরো চার মামলায় জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৯ই ফেব্রুয়ারি পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়।

আরো পড়ুন: রাশিয়া ক্যান্সারের ভ্যাকসিন তৈরির দ্বারপ্রান্তে : পুতিন

সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বিচারক আরশাদ জাভেদের আদালতে বৃহস্পতিবার এ শুনানি হয়। এরপর তিনি চার মামলায় জামিনের মেয়াদ আরো বাড়িয়ে দেন। শুনানির সময় আদালতের কাছে এক সহকারী আইনজীবী বলেন, ইমরান খানের আইনজীবী আল কাদির ট্রাস্টের মামলায় ব্যস্ত ছিলেন। ফলে তিনি যুক্তি উপস্থাপনের সময় বাড়িয়ে দেওয়ার আবেদন করেন।

আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত তার আবেদন মঞ্জুর করেন। তিনি পরবর্তী শুনানিতে আদিয়ালা কারাগারে ভিডিও লিংকের মাধ্যমে ইমরান খানের উপস্থিতি নিশ্চিতের জন্য নির্দেশ দেন।

সূত্র: ডন 

এইচআ/  

ইমরান খান জামিন

খবরটি শেয়ার করুন