ছবি: সংগৃহীত
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় বাধার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার (১৩ই অক্টোবর) ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি উপলক্ষে দেওয়া তার ভাষণ চলাকালে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে ইসরায়েলের দুজন পার্লামেন্ট মেম্বার চিৎকার করে প্রতিবাদ জানান। এরপর নিরাপত্তাকর্মীরা দ্রুত তাদের হল থেকে বের করে দেন। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবাদকারী দুই পার্লামেন্ট মেম্বার ছিলেন বামপন্থী হাদাশ জোটের আইমান ওদেহ ও ওফের কাসিফ। তারা ট্রাম্পের ভাষণ চলাকালে উঠে দাঁড়িয়ে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের বিষয়ে স্লোগান দেন।
ট্রাম্পের ভাষণ শুরুর কিছুক্ষণ আগে ওদেহ তার এক্সে হ্যান্ডলে লেখেন, ‘পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে, তা অসহনীয়। পরিকল্পিত অভিনয়ের মাধ্যমে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্পকে যে মুকুট পরানো হচ্ছে, তা গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় বা লক্ষাধিক ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলির রক্তের দায় থেকে তাকে মুক্ত করতে পারে না। তবে যুদ্ধবিরতি ও সামগ্রিক চুক্তির কারণে আমি এখানে উপস্থিত আছি। কেবল দখলদারির অবসান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই প্রকৃত ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিয়ে আসবে।’
প্রসঙ্গত, নেসেটে ভাষণ দিতে আজ ইসরায়েলে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি মিসরে যাবেন। সেখানে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট পদক পেতে যাচ্ছেন ট্রাম্প। আজ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ মার্কিন প্রেসিডেন্টকে ইসরায়েলের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেবেন।
খবরটি শেয়ার করুন