ছবি: সংগৃহীত
অনেকে বেড়াতে আসা বিদেশি পর্যটকদের সঙ্গে ছবি তুলতে চান। তবে কখনো কখনো সেলফি শিকারিদের বাড়াবাড়িতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশিরা। সম্প্রতি ভারতে বেড়াতে যাওয়া এক রুশ নারী পর্যটক এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে অভিনব এক উপায় বের করেছেন।
ওই রুশ পর্যটকের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, এক নারী সেলফি তোলার জন্য প্রত্যেকের কাছ থেকে ১০০ রুপি করে নেওয়ার সাইনবোর্ড ধরে দাঁড়িয়ে আছেন।
রুশ ওই নারী ইনস্টাগ্রামে ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে বলতে দেখা যায়, ‘ম্যাম, প্লিজ, একটা ছবি, একটা ছবি প্লিজ! এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমার কাছে একটা সমাধান আছে অবশ্য।’ এরপর তিনি একটি কাগজের সাইনবোর্ড তুলে ধরেন, যাতে লেখা রয়েছে, ‘১ সেলফি ১০০ রুপি’।
আরো পড়ুন : মাথা ছাড়া আড়াই বছর বেঁচে ছিল বিখ্যাত এই মুরগি!
ছবি ও ভিডিওতে দেখা যায়, ওই নারী সৈকতে সাইনবোর্ড ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় বেশ কয়েকজন ভারতীয় পুরুষ তার সঙ্গে ছবি তুলতে এসেছেন। কয়েকজন সেলফি তুলে অর্থ দিচ্ছেন।
ভিডিওর ক্যাপশনে ওই নারী লিখেছেন, ‘এখন আমরা সবাই খুশি। ভারতীয়রা বিদেশির সঙ্গে ছবি তুলেছেন। আর বিদেশিরা ক্লান্ত হয়নি, কারণ তারা সেলফির বিনিময়ে অর্থ পাচ্ছে। কেমন লাগলো সমাধান?’
ওই রুশ পর্যটকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার অভিনব ভাবনার প্রশংসা করেন অনেকে। আবার অনেকে সমালোচনাও করেছেন।
সূত্র : এনডিটিভি
এস/ আই.কে.জে/