ছবি: সংগৃহীত
দ্রুত সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার কৃতিত্ব গড়েছে লক্ষ্মীপুরের দুই শিশু। আট বছর বয়সী ইয়াছিন মাত্র ৫ মাসে আর ১০ বছর বয়সী ইশতিয়াক ১০ মাসে হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করে।
তারা দুজনই স্থানীয় ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র। দুই ছাত্রের এমন কৃতিত্বে মহাখুশি অভিভাবক-এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিভাবান এ দুই শিশু ও তাদের পরিবার।
জানা যায়, লক্ষ্মীপুর ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র মো. ইয়াছিন আরাফাত ও হাবিবুর রহমান ইশতিয়াক। ইয়াছিন লক্ষ্মীপুর পৌর শহরে বাঞ্চানগর গ্রামের সৌদি প্রবাসী মো. দুলাল হোসেনের ছেলে। ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে ইয়াছিনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। যার কারণে মায়ের কাছে বায়না ধরেই ২০২০ সালে মাদ্রাসায় ভর্তি হয় সে। ২০২৩ সালের শুরুতে পবিত্র কোরআন সবক নেয় ইয়াছিন। যার সুফল মিলে মাত্র পাঁচ মাসের মধ্যেই।
ক্ষুদে ইয়াছিনের সাফল্যে খুশি তার মা জেসমিন আক্তার। বলেন, অভাব-অনটনের সংসারে আল্লাহ তার ছেলেকে হাফেজ হিসেবে কবুল করেছেন।
হাফেজ ইয়াছিন জানান, আগ্রহের জায়গা থেকে স্বল্প সময়ের মধ্যে হাফেজ হতে পেরেছি। মহান আল্লাহ, শিক্ষক ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলেম হওয়ার জন্য দোয়াও চেয়েছেন এ ক্ষুদে হাফেজ।
এদিকে, ১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন একই মাদ্রাসার ১০ বছর বয়সী আরেক ছাত্র ইশতিয়াক। সে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের পল্লীচিকিৎসক মো. কামাল উদ্দিনের ছেলে। তারা দুই ভাই একই মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হলেও বড় ভাইয়ের আগেই মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে ইশতিয়াক। যদিও এর আগে অন্য মাদ্রাসা থেকে হিফজের সবক নেয় অল্প বয়সী ইশতিয়াক। স্বল্প সময়ে হাফেজ হতে পেরে মহান আল্লাহ, শিক্ষক ও অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা জানায়। একইসঙ্গে বড় হয়ে একজন কোরআনের আলেম হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ইশতিয়াক।
আরও পড়ুন: মাত্র ১০৫ দিনেই কোরআনের হাফেজ আট বছরের ফাহিম
হিফজ শাখার প্রধান শিক্ষক কারি আব্দুর রহমান ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন বলেন, বেশ শান্ত স্বভাবের ইয়াছিন ও ইশতিয়াক। শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ করেছে শতভাগ। প্রবল ইচ্ছা আর আকাঙ্ক্ষায় দ্রুত সময়ে হাফেজ হতে পেরেছে বলে মনে করছেন শিক্ষকরাও।
এ দুই শিক্ষার্থীর প্রশংসা করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা যোবায়ের হোছাইন বলেন, পুরো জাতির গর্ব এ দুই ক্ষুদে শিক্ষার্থী। ২০১৯ সালে প্রতিষ্ঠিত মাওলানা যোবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাহিয়া আলিম ও হিফজ মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ৭০০ জন। এ পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন বলে জানান তিনি।
এসকে/
খবরটি শেয়ার করুন