মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দোহায় পররাষ্ট্র উপদেষ্টা: ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে *** নির্বাচনী উপকরণ সংগ্রহ শুরু করেছে ইসি *** এই মুহূর্তে বাংলাদেশ স্বাভাবিক গণতন্ত্রের দেশ নয়: আইরিন খান *** দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ *** এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিংয়ের মাধ্যমে: মাহমুদুর রহমান *** কথিত গোয়েন্দা এনায়েতকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এক পুলিশ কর্মকর্তা, প্রাডো গাড়িও দেন তাকে *** তিন স্ত্রীকে মৃত দেখিয়ে এসআইয়ের চতুর্থ বিয়ে! *** কৃষকেরা আড়াই লাখ টাকা ঋণ পাবেন সিআইবি চার্জ ছাড়াই *** পৃথিবীর যে ১০ স্থানে মানুষের প্রবেশ নিষিদ্ধ *** সুশীলার মন্ত্রিসভায় দুই আমলা ও এক আইনজীবী, আকার হবে সর্বোচ্চ ১৫

প্রশ্নফাঁস রোধে সরকার তৎপর: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রশ্নফাঁসের হুমকি ‘সব সময়ই থাকে’ কিন্তু প্রশ্নফাঁস রোধে সরকার তৎপর আছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি আরও বলেন, ‘দুষ্টু চক্র তো সবসময় চেষ্টা করবে এগুলো করতে। যেভাবে আমরা এসএসসিটা সামলেছি, আশা করি এগুলোও পারব।’

আজ বৃহস্পতিবার (২৬শে জুন) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘যতটুকু করণীয়, অনেক আগে থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, সেগুলো হেফাজতে রাখা, পরীক্ষার কিছুক্ষণ আগে সেগুলো সেন্টারগুলোতে নিয়ে আসা-সবকিছু মিলিয়েই ডিটেইলড প্ল্যানিংয়ের মাধ্যমে করা হয়েছে। আমার ধারণা, আমরা সফল হব।’

এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে কোভিড সংক্রমণের ঝুঁকি এড়াতে যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক রফিকুল আবরার।

তিনি বলেন, ‘করোনার ব্যাপারে রিস্ক যতখানি এভয়েড করা যায়, তার জন্য যে বিধিমালা সেগুলো সেন্টারগুলোকে অনেক আগেই জানানো হয়েছে। সে হিসাবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ও এগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। মোটামুটিভাবে সিটের যে এরেঞ্জমেন্ট সেগুলোও চেষ্টা করা হয়েছে, সেই নীতি অনুসারে। সেদিক থেকে যতটুকু সম্ভব সবই নিশ্চিত করা হয়েছে।’

শিক্ষা উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন