ছবি: সংগৃহীত
কানাডা-প্রবাসী ও বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব অনন্যা নুসরাত ইসলামের সৌজন্যে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শ্রবণ প্রতিবন্ধীদের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে গতকাল বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) বিনামূল্যে ৩৫টি ট্যাব বিতরণ করা হয়েছে।
ট্যাবগুলো শিশুদের শিক্ষা সহায়ক এবং বিনোদনমূলক সফটওয়্যার সমৃদ্ধ। অনন্যা ইসলাম হাইকেয়ার স্কুলের সাবেক যুগ্ম-মহাসচিব আমিনুল ইসলাম নান্নুর একমাত্র কন্যা এবং তিনি বর্তমানে কানাডায় বহুজাতিক কোম্পানিতে অত্যন্ত সুনামের সঙ্গে কর্মরত আছেন।
ট্যাব প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই স্কুলের অধ্যক্ষ রওশন আরা। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন হাইকেয়ার সোসাইটির মহাসচিব তারিকুল ইসলাম খান, যুগ্ম-মহসচিব ইয়াসফিন আলামিন ও নির্বাহী সচিব সায়েম আহমেদসহ আরো অনেকে।
মহাসচিব ও যুগ্ম-মহাসচিব তাদের বক্তব্যে সমাজের বিত্তবান মানুষদের অনন্যা ইসলামের মতো প্রতিবন্ধী শিশুদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। হাইকেয়ার হিয়ারিং সেন্টারের চিফ অডিওলজিস্ট কানিজ ফাতেমা বলেন, প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদান প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় ব্যাপক সাফল্য বয়ে আনতে পারে।
অনুষ্ঠানে অনন্যা ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল হেমায়েতুন্নেসা পাপড়ি ও জুলেখা বেগম এবং স্কুলের প্রথম ব্যাচের ছাত্র তথা হাইকায়ারের প্রতিষ্ঠাতা শামসুল হকের পুত্র শামসুল কাদির বাপ্পি।
বক্তব্যে কম্পিউটার বিশেষজ্ঞ কোরায়শী খোরশেদ আলম ও জামিল আহমেদ বলেন, এই স্কুলের প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও তারা বিনা পারিশ্রমিকে সহায়তা করতে প্রস্তুত।
স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে অধ্যক্ষ রওশন আরা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
খবরটি শেয়ার করুন