ফাইল ছবি (সংগৃহীত)
দেশে খাদ্যশস্যের সরকারি মজুত সন্তোষজনক পর্যায়ে থাকায় চলতি বোরো মৌসুমে আগের বছরের তুলনায় কম ধান ও চাল কিনতে যাচ্ছে সরকার। এবার অভ্যন্তরীণ বাজার থেকে ১৪ লাখ টন বোরো ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৩ লাখ টন কম।
সরকারের লক্ষ্য হলো, মজুত ভারসাম্য বজায় রেখে ন্যায্যমূল্যে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখা।
আজ বুধবার (৯ই এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান ও চাল সংগ্রহের এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত হওয়ার কথা। একই সঙ্গে ধান ও চালের সংগ্রহ মূল্যও সভায় নির্ধারণ হবে।
খাদ্যসচিব মো. মাসুদুল হাসান এ বিষয়ে জানিয়েছেন, চলতি মৌসুমে সরকার ১২ থেকে ১৪ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে। তবে কী দামে এসব সংগ্রহ করা হবে, তা পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন